শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩

অবশেষে পেয়ে গেলাম ইন্ডিয়ার দূর্লভ মুভি Phoonk !!!! যা ইন্ডিয়ার অন্যতম সেরা হরর মুভি

আসসালামু আলাইকুম ।  আশা করি সবাই ভাল আছেন । আমি খুব ভাল আছি কারন হচ্ছে অনেক দিন ধরে ইন্ডিয়ার অন্যতম সেরা হরর মুভি  Phoonk  খুজতেছিলাম ।
অনেক মুভি ওয়েবসাইট এ গিয়ে request করে শুধু আশার কথা শুনেছি। কিন্তু পাচ্ছিলাম না।তাই phoonk মুভি দেখার আশা ছেরে দিয়েছিলাম।অবসেষে আমার এক বন্ধুর কাছ থেকে hatemtai ওয়েব সাইট এর নাম শুনলাম এবং জানলাম যে এখানে মুভির জন্য Request করলে উনারা সেই Request রাখার চেষ্টি করে।তাই শেষ আশা নিয়ে hatemtai.com এ গিয়ে Request পাঠালাম।
এক দিন পরে দেখি hatemtai থেকে আমাকে facebook থেকে message দিয়েছে যে আপনার মুভি আমরা আপলোড করে দিয়েছি।

http://www.hatemtai.com/2013/08/phoonk-2008-dvd-rip-480p-free-full-movie-download-link.html
তখন তো আমি মহাখুশি। তাই ধন্যবাদ hatemtai.com
আপ্নারা চাইলে এই মুভিটি নামিয়ে দেখতে পারেন। আমার মত মুভি request করে সংগ্রহ করতে পারেন।
সকলকে ধন্যবাদ।

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

সৌরজগৎ পেরিয়ে গেছে ভয়েজার নভোযান!

সৌরজগতের প্রান্তসীমা ছাড়িয়ে মহাকাশযান ভয়েজার এখন অসীমের পথে ছুটে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী মার্ক সুইসডাক এক সাক্ষাত্কারে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ২০১২ সালেই সৌরজগত্ ছেড়ে গেছে নাসার পাঠানো এই নভোযান। এই প্রথম মানুষের তৈরি কোনো নভোযানের সৌরজগৎ ছাড়িয়ে যাওয়ার প্রমাণ পেয়েছেন তাঁরা।
এর আগে চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা জানিয়েছিলেন, সৌরজগৎ ছাড়িয়ে যেতে বড়জোর আরও কয়েক বছর লাগতে পারে ভয়েজারের। তবে এ গবেষণা সঠিক নয় বলে ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক মার্ক সুইসডাক দাবি করেছেন, গত বছরেই সৌরজগতের প্রান্তসীমা অতিক্রম করে গেছে ভয়েজার।
মার্ক সুইসডাকের দাবি, ভয়েজারে যখন চৌম্বকক্ষেত্রের বিশাল তারতম্য ধরা পড়েছিল তখনই সৌরজগৎ ছাড়িয়ে গেছে ভয়েজার।
সুইসডাকের নতুন এ গবেষণা সম্পর্কে নাসার গবেষক এজ স্টোন জানিয়েছেন, কম্পিউটার মডেলের ওপর ভিত্তি করে যে ফল পাওয়া গেছে তাতে একেক সময় একেক ফল দেখায়। তবে, ম্যারিল্যান্ডের গবেষকেদের করা গবেষণাও আগ্রহ তৈরি করতে পারে।
অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত গবেষণাপত্রে ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, কম্পিউটার মডেলের ওপর ভিত্তি করে তারা এ প্রমাণ পেয়েছেন। পরবর্তীতে ভয়েজার ২ নিয়েও গবেষণা করবেন তাঁরা।
নাসার গবেষকেরা চলতি বছরের জুন মাসে জানিয়েছিলেন, মহাকাশের রহস্যের জাল ভেদ করতে এত দিন সৌরজগতের অভ্যন্তরেই ছিল মহাকাশ বিজ্ঞানীদের পদচারণ। সৌরজগতের প্রান্তসীমা অতিক্রম করে যাচ্ছে ৩৫ বছর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার উৎক্ষেপণ করা নভোযান ভয়েজার ১। ঠিক কবে নাগাদ ভয়েজার সৌরজগতের সীমা ছাড়াবে তা নির্দিষ্ট করে বলতে না পারলেও গবেষক এড স্টোন ওই সময় জানিয়েছিলেন, সেই মাহেন্দ্রক্ষণ খুব নিকটেই। এখন সৌরজগতের এক প্রান্তসীমায় অবস্থান করছে ভয়েজার ১।
‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছিল যে, বর্তমানে পৃথিবী থেকে সাড়ে ১৮ বিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এ নভোযানটি।
এর আগে ২০১২ সালে এজ স্টোন জানিয়েছিলেন, মহাকাশযানটি সৌরজগতের শেষ সীমায় অবস্থান করছে। সে সময় চার্জিত কণার একটি বিশেষ অঞ্চলে ভয়েজার ১ অবস্থান করছে বলে তিনি জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, সূর্য-নিঃসৃত কণিকার প্রবাহ বর্হিমুখী না হয়ে বরং পার্শ্বমুখী হচ্ছে। এর মাধ্যমে বোঝা যায়, ভয়েজার ১ নক্ষত্র রাজির মধ্যকার মহাশূন্যের প্রায় কাছাকাছি অবস্থান করছে। সম্প্রতি গবেষক জানিয়েছেন, বিশেষ এ অঞ্চলটি পার হয়ে আরেকটি হালকা কণার বিশেষ স্তরে প্রবেশ করেছে ভয়েজার ১। এ অঞ্চলটি বিশেষ চৌম্বক স্তরের। গবেষকেরা ধারণা করছেন, এ বিশেষ স্তরটিই হচ্ছে সৌরমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর। তবে এই অঞ্চলটির বিস্তৃতি সম্পর্কে কোনো ধারণা নেই তাঁদের।
১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ভয়েজার ১ পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়। ৩৫ বছর ধরে সৌরজগতের অজানা রহস্যের সন্ধান দিয়ে যাচ্ছে মহাকাশযানটি। গবেষকেরা বলছেন, সৌরজগতের মায়া কাটিয়ে ভয়েজার মহাশূন্যের এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে পাঠানো তথ্য পৃথিবীতে আসতে সময় লাগছে ১৭ ঘণ্টা।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নভোযান ভয়েজার ১ সৌরজগতের এমন একটি অংশে প্রবেশ করেছে, যা গবেষকেদের কাছেও অজানা। এখানে নভোযানটির ওপর সূর্যের প্রভাবের চেয়ে মহাজাগতিক অন্য প্রভাব বেশি কাজ করছে।
গবেষকেরা ধারণা করছেন, এ নভোযানটি ২০২০ সাল পর্যন্ত সংকেত পাঠাতে সক্ষম হবে। এরপর তা অজানার পথে পাড়ি দেবে। ধারণা করা হচ্ছে, এসি+৭৯৩৮৮ নামক নক্ষত্রের দিকে ছুটতে থাকবে এ নভোযানটি। কোনো দুর্ঘটনা ছাড়া ৪০ হাজার বছরের পথ পাড়ি দিয়ে দুই আলোকবর্ষ দূরের এ নক্ষত্রটির দিকে ছুটে যাবে মানুষের তৈরি এ নভোযান।
সূত্র: প্রথম আলো। ***আরো মজার মজার খবর পড়তে এখানে ক্লিক করুন***
daily bangla news paper, news paper, bangla news, bd news paper

রকেটের মত উড়ে যাবে কোকাকোলা, স্প্রাইট এর বোতল

আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অনেকেই হয়ত জানেননা ,আমিও জানতাম না। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।


উপর এ ছবিতে দেখতে পাচ্ছেন প্রথম টা mentos candy। সবাই এই candy টা খেয়েছেন। সাদা রঙের candy ,১ টা ২ টাকা দাম, চুষে খেলে গলায় ঠাণ্ডা ঠাণ্ডা লাগে। দ্বিতীয় টা কোকাকোলা পানীয় বোতল। কোকাকোলা আর mentos এই দুইটা জিনিস কি কখনো একসাথে খেয়েছেন?
অথবা স্প্রাইট এবং mentos একসাথে খেয়েছেন? সাবধান খাবেন না। না খেয়ে বরং একটা এক্সপেরিমেন্ট করেন।
৬-৭ টা mentos স্প্রাইট অথবা কোকাকোলা ভর্তি বোতলে (১ লিটার অথবা ২৫০ মিলি. ও নিতে পারেন) ঢুকিয়ে দিন, বোতলের মুখ কিন্তু লাগাবেন না, এরপর বোতল টা উল্টিয়ে (খোলা মুখ নিচের দিকে)মাটিতে রাখুন অথবা সোজা রাখেন।
দেখেন কি হয়,আর এক্সপেরিমেন্ট করতে না চাইলে আমি একটা ভিডিও লিঙ্ক দিলাম পুরা ভিডিও টা দেখেন নিশ্চয় ভাল লাগবে।
ভিডিও তে diet coke এবং mentos এক্সপেরিমেন্ট করছে,কোকাকোলা এবং mentos হলেও হবে। এই দুটি জিনিস একসাথে খেয়ে ফেললে কি হত বুজতেই পারছেন।

বাংলাদেশের সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম-ঠিকানা, ফোননাম্বার ও ওয়েবসাইট

কেমন আছেন সবাই? আমি এই সাইটে নতুন। কিন্তু প্রযুক্তিকে ভালো লাগে। আশা করি এই সাইটে অনেকদিন সবার সঙ্গে থেকে নানান বিষয় জানতে পারবো। আজ গুগলে সার্চ দিয়ে একটা তথ্য খুঁজছিলাম। বাংলাদেশের সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম-ঠিকানা। নানা প্রয়োজনে অনেকেরই তা কাজে লাগে। বিশেষ করে তরুণদের তো লাগেই। এছাড়া এবার যারা এইচএসসি পাস করেছে তাদেরও নিশ্চয়েই লাগবে। কোন্ বিশ্ববিদ্যালয় কেমন, কোথায় কোনটির অবস্থান আর নাম-ঠিকানা তো লাগবেই। এ জন্য এ বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও বিষয়টি ইউনিক না তবু শেয়ার করলাম। আশা করি, টেকটিউন্স কর্তৃপক্ষ এটিকে খারাপভাবে দেখবে না। কারণ, এটি কপি করা হয়েছে এই সাইট থেকে।
তাহলে আর কোনো কথা নয়, আসুন জেনে নিই বাংলাদেশের সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম-ঠিকানা, ফোননাম্বার আর ওয়েবসাইট এড্রেস। ইচ্ছা থাকা সত্ত্বেও সবগুলো ওয়েবএড্রেস দেওয়া গেলো না। চাইলে বাকিগুলো এই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। http://studyinformer.com/bangladeshi-private-universities/
1. Ahsanullah University of Science and Technology
Phone:880-2-9120248, 880-2-9130613

Fax:880-2-9130508, 880-2-9860564

Email:vc@aust.edu

Website: http://www.aust.edu
2. America Bangladesh University*
Phone
+8802 7647166

Fax
 01711 66 46 11

Email
info@abuniversity.org

Websitehttp://www.abuniversity.org
3. American International University Bangladesh
Phone:880-2-8811749, 8815386-7

Fax:880-2-8813233

Email:info@aiub.edu

Website: http://www.aiub.edu
4. ASA University Bangladesh
Phone:9116375,8119828

Fax:8111175

Email:asabd@dhaka.net

Website: http://www.asaub.edu.bd
5. Asian University of Bangladesh
Phone:8916116, 8950729,

Fax:+88-02-8916521

Email:infor@aub-bd.org

Website: http://www.aub-bd.org
6. Atish Dipankar University of Science & Technology
Phone:9897700, 9891904

Fax:9863336

Email:adust@g-mail.com

Website: atishdipankaruniversity.edu.bd
7. Bangladesh Islami University
Phone:7552495-6

Fax:7554109

Email:biudhaka@yahoo.com

Website: http://www.biu.ac.bd
8. Bangladesh University
Phone:9136061, 8125865

Fax:9119555

Email:bu@citcheo.net

Website: http://www.bangladeshuniversity.edu.bd
9. Bangladesh University of Business & Technology (BUBT)
Phone:8057581-3, 9015397, 01190658100

Fax:880-2-8057583

Email:info@bubt.edu.bd, info.bubt@ymail.com

Website: http://www.bubt.edu.bd
10.Bangladesh University of Health Science
Phone:9010654, 01715948409

Fax: 880-2-8611138

Email: lali@dab-bd.org

Websitehttp://www.bihs.edu.bd
11. BGC Trust University Bangladesh
Phone:88-03033-56192-3031-654767, 656841

Fax:880-31-2550224

Email:bgctub@yahoo.com

Website: http://www.bgctumch-edu.org
12. BGMEA University of Fashion & Technology
Phone:880-2-8919986

Fax:880-2-8919987

Email:info@bift.info

Websitehttp://www.bift.info
13. BRAC University
Phone:+88 (02) 8824051-4(PABX)

Fax:+88 (02)9853948-9

Email:info@bracu.ac.bd

Website: http://www.bracuniversity.ac.bd
14. Britannia University
Phone:01713433566

Fax: 01819-241304

Email:info@britannia.ac

Websitehttp://britannia.ac
15. Central Women’s University
Phone:7171141,9567499

Fax:880-2-7173810

Email:info@cwu-bd.net

Website: http://www.cwu-bd.net
16. City University
Phone:9893983,9861543

Fax:8859597

Email:info@cityuniversity.edu.db

Website: cityuniversity.edu.bd
17. Daffodil International University
Phone:9138234-5, 9116774, 9131947

Fax:+8802-9131947

Email:info@daffodilvarsity.edu.bd

Website: http://www.daffodilvarsity.edu.bd
18. Darul Ihsan University**
Phone:9142512, 9136679

Fax:+88-2-9136679

Email:info@diu.edu

Website: http://www.diu.edu
19. Dhaka International University
Phone:9880760, 8858734-5

Fax:9871556

Email:diu@yahoo.com

Website: http://www.diu-edu.net
20. East Delta University
Phone:031-2514441-3, 01714-102062

Fax:(+88) 031-2514440

Email:ctgfoundation@yahoo.com

Websitehttp://www.eastdelta.edu.bd
21. East West University
Phone:9882308, 9887989, 8812335

Fax:8812336

Email:admissions@ewubd.edu

Website: http://www.ewubd.edu
22. Eastern University
Phone:9676031-5

Fax:9675981

Email:info@easternuni.edu.bd

Website: http://www.easternuni.edu.bd
23. European University of Bangladesh
Phone:02-8054617

Fax:

Email:europeanuni.bd@gmail.com

Website: http://www.eub.edu.bd
24. Exim Bank Agricultural University, Bangladesh
Phone:Phone: 9889484, 9889363, Fax: 880-2-9889358

Fax:

Email:hider@eximbankbd.com

Website:
25. Feni University
Phone:02-8316018

Fax:Fax: 02-8316018

Email:

Website:
26. First Capital University of the Bangladesh
Fax:0761-62033

Email:First_capital_bd@yahoo.com

Website: http://www.firstcapitalbd.com
27. Gono Bishwabidyalay
Phone:02-7791884, 02-7791345

Fax:88-02-7791755

Email:gbidyala@bdonline.com

Website: http://www.gonouniversity-bd.com
28. Green University of Bangladesh
Phone:9014725, 8031031,8031032,8060107, 8060116

Fax:

Email:info@green.edu.bd.

Website: http://www.green.edu.bd
29. Hamdard University Bangladesh
Phone:880-2-9665965-6, 8625194, 8627003

Fax:880-2-8616958

Email:hamdarduniversitybd@yahoo.com

Website: http://www.hamdarduniversitybd.org
30. IBAIS University
Phone:8127476, 8152325, 8156420

Fax:880-2-9121970

Email:registrar@ibais.edu

Website: http://www.ibais.edu
31. Independent University, Bangladesh
Phone:9884498,9881681,9881917,9862386-90

Fax:880-2-8823959,8850226

Email:info@iub.edu.bd

Website: http://www.iub.edu.bd
32. International Islamic University, Chittagong
Phone:031-610085, 610308, 639981

Fax:031-610308

Email:info@iiuc.ac.bd

Website: http://www.iiuc.ac.bd
33. International University of Business Agriculture & Technology
Phone:PABX: (880 2) 896 3523-27, 8923469-70, 8918412, 0174014933

Fax:(880 2) 8922625

Email:info@iubat.edu

Website: http://www.iubat.edu
34. Ishakha International University
Phone:01193199468, 01193198745

Fax:

Email:ishakhauniversity@gmail.com

Website: http://www.ishakha.edu.bd/

35. Khwaja Yunus Ali University
Phone:01924331111

Fax:

Email:info@kyau.edu.bd

Website: http://www.kyau.edu.bd
36. Leading University, Sylhet
Phone:0821-720303-6

Fax:0821-720307

Email:info@lus.ac.bd

Website: http://www.lus.ac.bd
37. Manarat International University
Phone:8817525, 9862251, 9893226
01819-245895

Fax:88-02-9862226

Email:admission@manarat.ac.bd

Website: http://www.manarat.ac.bd
38. Metropolitan University, Sylhet
Phone:0821-816198, 0821-816199, 0821-816200

Fax:0821-713304

Email:info@metrouni.edu.bd

Website: http://www.metrouni.edu.bd
39. North East University Bangladesh
Phone:0821-710221-2

Fax:0821-710223

Email:neubedu@gmail.com

Website:
40. North South University
Phone:9885611-20

Fax:880-2-8823030

Email:registrar@northsouth.edu

Website: http://www.northsouth.edu
41. North Western University

Established in 2013
North Western University
236, M.A Bari Road, Sonadanga, 9000 Khulna
Phone: 041-730807,
Email Us , Visit Website

General Information
Male Student:N/A
Female Student:N/A
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
42. Northern University Bangladesh

Established in 2002
Northern University Bangladesh
93 Kazi Nazrul Islam Avenue, Dhaka-1215.
Phone: 8818131, 9898521, 9892054, 01191426301 – 14, , Fax: 8126157
Email Us , Visit Website
Vice Chancellor
Professor M. Shamsul Haque
General Information
Male Student:5439
Female Student:1970
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
43. Port City International University

Established in 2012
Port City International University
13 & 14, Nikunja Housing Society, South Khulshi, Chittagong, Bangladesh
Phone: 031-2869877, 031-2869899, 01773-225500, 01773-225511, Fax: 031-2869966
Email Us , Visit Website
Vice Chancellor
Professor Dr. Nural Anwar
General Information
Male Student:N/A
Female Student:N/A
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
44. Premier University, Chittagong

Established in 2002
Premier University
1/A, O.R. Nizam Road, Prabartak Circle, Panchlaish, Chittagong, Bangladesh.
Phone: 880-31-656917, 031-657654,031-2554317-8 , , Fax: (88-031)657892
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Dr. Anupam Sen
General Information
Male Student:4397
Female Student:1981
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
45. Presidency University

Established in 2004
Presidency University
House-11A, Road-92, Gulshan-2, Dhaka – 1212
Phone: 8857617-8, 8831182-4, 01731 953 716, 01741 378 506, , Fax: 880-2-8831184
Email Us , Visit Website
Vice Chancellor
Dr. M. Harunur Rashid
General Information
Male Student:1489
Female Student:465
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
46. Prime University

Established in 2002
Prime University
2A/1, North East of Darus Salam Road,Section-1, Mirpur, Dhaka-1216
Phone: 8051782, 8031810, 8014045-102, 01712675595, Fax: 8055647
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Dr. M. Abdus Samad
General Information
Male Student:3236
Female Student:1085
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
47. Primeasia University

Established in 2003
Primeasia University
Star Tower 12, Kemal Ataturk Avenue Banani, Dhaka – 1213 Bangladesh
Phone: 02-9821498-99, 9822133, 01777676548, , Fax: 02-9840905
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Dr. Gias uddin Ahmad
General Information
Male Student:N/A
Female Student:N/A
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
48. Queens University*

Established in 1996
Queens University
House: 35, Road: 17, Kamal Ataturk Avenue, Banani, Dhaka-1213Visit Website
Vice Chancellor
Prof. Dr. Abdul Khalek
General Information
Male Student:N/A
Female Student:N/A
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
49. Royal University of Dhaka

Established in 2003
Royal University of Dhaka (RUD)
Iqbal Center (11th Floor), 42 Kemal Ataturk Avenue, Banani, Dhaka
Phone: 880-2- 9886150, 8861628, 01745477241 , , Fax: N/A
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Dr. Nurul Alam Khan
General Information
Male Student:800
Female Student:350
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
50. Shanto Mariam University of Creative Technology

Established in 2003
Shanto-Mariam University of Creative Technology
House No. 01, Road No. 14, Sector No. 13, Uttara, Dhaka-1230
Phone: 8958048, 8918932, 8952610, 01739515177, Fax: 8915308
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Dr. Shamsul Haque
General Information
Male Student:8922
Female Student:4531
Total Teacher:8
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
51. Sonargaon University

Established in 2012
Sonargaon University (SU)
29/1, Karwan Bazar (opposit of Pan Pacific Sonargaon Hotel), Dhaka-1215
Phone: 02-8189637, 02-8189638, 01971-337777, 01971-337777
Email Us , Visit Website
Director
Engr. Abdul Alim
General Information
Male Student:N/A
Female Student:N/A
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
52. Southeast University

Established in 2002
Southeast University
House# 64, Road# 18, Block B, Banani, Dhaka-1213
Phone: 8833024, 8860456, 8860454, 01931579230,
Email Us , Visit Website
Vice Chancellor
Professor Dr. M. Shamsher Ali
General Information
Male Student:5192
Female Student:2512
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
53. Southern University of Bangladesh , Chittagong

Established in 2002
Southern University Bangladesh
739/A Mehedibagh Road, Chittagong
Phone: 0312851336-9, 626744, 01911 882764, Fax: 312851340
Email Us , Visit Website
Vice Chancellor
Professor Mohammad Ali
General Information
Male Student:2166
Female Student:840
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
54. Stamford University, Bangladesh

Established in 2002
Stamford University Bangladesh
744, Satmasjid Road, Dhanmondi, Dhaka-1209
Phone: 8153168-69, 8156122-23, 01713-082402, , Fax: 9143531
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. M.Majibur Rahman
General Information
Male Student:8265
Female Student:3900
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
55. State University Of Bangladesh

Established in 2002
State University of Bangladesh
77 Satmasjid Road, Dhaka-1205
Phone: 8151781-2, 8126272-3, 8156520, 01711228900, , Fax: 880-2-8123296
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Iftekhar Ghani Chowdhury
General Information
Male Student:1046
Female Student:680
Total Teacher:5
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
56. Sylhet International University, Sylhet

Established in 2001
Sylhet International University (SIU)
Shamimabad, Bagbari, Sylhet
Phone: 0821- 720771, 717193, 0172045330, , Fax: 0821-726377
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Dr. Sadruddin Ahmed Chawdhury
General Information
Male Student:1637
Female Student:462
Total Teacher:40
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
57. The Millenium University

Established in 2003
The Millennium University
Momenbagh (Opposite to Rajarbagh Police Line Gate No. 1), Dhaka 1217
Phone: 9360836, 9330323, 01711206594, Fax: 9331589
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Abu Ayub Mohammad Baquer
General Information
Male Student:710
Female Student:376
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
58. The Peoples University of Bangladesh

Established in 1996
The People’s University of Bangladesh
3/2,Block-A,Asad Avenue, Mohammadpur, Dhaka-1207
Phone: 02-9127807, 9117454, 01737-222286, 01923952937, Fax: 02-8951625
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Dr. Md. Abdul Mannan Chowdhury
General Information
Male Student:2425
Female Student:705
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
59. The University of Asia Pasific

Established in 1996
University of Asia Pacific (UAP)
House-49/C, Road-4A, Dhanmondi R/A, Dhaka-1209
Phone: 02-9664952, 01714-088321 , , Fax: 02-9664950
Email Us , Visit Website
Vice Chancellor
Professor Dr. Abdul Matin Parwary
General Information
Male Student:2339
Female Student:1227
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
60. United International University

Established in 2003
United International University (UIU)
House # 80, Road# 8/A Satmasjid Road Dhanmondi, Dhaka-1209
Phone: 9125912-6, 01914001470, 01914001470, Fax: 02- 9118170
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Dr. M. Rezwan Khan
General Information
Male Student:2581
Female Student:1370
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
61. University of Development Alternative

Established in 2002
University of Development Alternative (UODA)
80, Satmasjid Road, Dhanmondi R/A, Dhaka-1209
Phone: 9145741, 01819260163, , 01715144732, Fax: 8157339
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Dr. Emajuddin Ahamed
General Information
Male Student:3782
Female Student:1682
Total Teacher:60
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
62. University of Information Technology & Sciences

Established in 2003
University of Information Technology and Sciences (UITS)
Jamalpur Twin Tower (Tower 2) (Opposition to American Embassy), Baridhara View, GA-37/1 Progati Sarani, Baridhara J-Block, Dhaka-1212
Phone: 02-8899751, 01715-367344, 01715-367344, Fax: 02-8899753
Email Us , Visit Website
Vice Chancellor
Professor Dr. Muhammad Samad
General Information
Male Student:3249
Female Student:1661
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
63. University of Liberal Arts Bangladesh

Established in 2003
University of Liberal Arts Bangladesh (ULAB)
House 56, Road 4/A, Satmosjid Road, Dhanmondi, Dhaka-1209. Dhaka
Phone: 9661255, 9661301, 01714161614, , 01713091336, Fax: 9670931
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Imran Rahman
General Information
Male Student:N/A
Female Student:N/A
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
64. University of Science & Technology, Chittagong

Established in 1992
University of Science and Technology Chittagong (USTC)
63, Central Road, Dhanmondi, Dhaka
Phone: 02-8614959, 8614400, 01711-785606, Fax: 02-8618300
Email Us , Visit Website

General Information
Male Student:1916
Female Student:482
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
65. University of South Asia

Established in 2003
University of South Asia
House-76 & 78, Road-14, Block-B, Banani, Dhaka
Phone: 8857073,-75, 01713452422, Fax: N/A
Email Us , Visit Website
Vice Chancellor
Professor M.A. Matin
General Information
Male Student:654
Female Student:208
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
66. Uttara University

Established in 2003
Uttara University
House-4 & 5, Road- 15, Sector-6, Uttara, Dhaka- 1230
Phone: 02-8919116, 8919794, 8912280, 01922 663212, Fax: 880-2-8918047
Email Us , Visit Website
Vice Chancellor
Dr. M. Azizur Rahman
General Information
Male Student:1432
Female Student:360
Total Teacher:57
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
67. Varendra University

Established in 2012
Varendra University
529/1, Kazla, Motihar, Rajshahi
Phone: 0721-751274, 01961308400, 01961308400, Fax: 0721-750333
Email Us , Visit Website
Vice Chancellor
Professor Dr. Mohammad Osman Gani Talukder
General Information
Male Student:N/A
Female Student:N/A
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
68. Victoria University of Bangladesh

Established in 2002
Victoria University of Bangladesh
58/11/A Panthapath, Dhaka-1205
Phone: 88-02-8622634, 01841-000005, 01841-000005, Fax: 88-02-8622635
Email Us , Visit Website
Vice Chancellor
Dr. M. R. Khan
General Information
Male Student:1337
Female Student:314
Total Teacher:20
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
69. World University of Bangladesh

Established in 2003
World University of Bangladesh (WUB)
Plot # 3A, Road # 4, Dhanmondi, Dhaka-1205.
Phone: 9611410, 9611411, 9611412, 01932380179, 01932380179, Fax: 9677479
Email Us , Visit Website
Vice Chancellor
Prof. Dr. Abdul Mannan Choudhury
General Information
Male Student:3804
Female Student:1187
Total Teacher:24
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A
70. Z. H. SIKDER UNIVFRSITY OF SCIENCE & TECHNOLOGY

Established in 2012
Z.H. Sikder University of Science & Technology
Madhupur, Kartikpur, Bhedorgonj, Shariatpur, Dhaka, Bangladesh
Phone: 02-8115965, 01775-217117, 01775-217117
Email Us , Visit Website

General Information
Male Student:N/A
Female Student:N/A
Total Teacher:N/A
Male Hostel Seat:N/A
Female Hostel Seat:N/A

নবীজি (স) এবং সাহাবাদের জীবনে ঈদ


প্রতিবছরই দুটি দিনকে মুসলমানরা ঈদ হিসেবে উদযাপন করে। অনেক দেশের অনেক সমাজেই ঈদ এখন ধর্মীয় পর্বের উর্ধ্বে উঠে রূপ নিয়েছে সার্বজনীন এক সাংস্কৃতিক উৎসবে। কিন্তু ঈদ উৎসবটির সত্যিকার তাৎপর্য যদি বুঝতে হয়, তাহলে সবচেয়ে নির্ভরযোগ্য হলো নবীজি (স) এবং সাহাবাদের জীবনকে দেখা। তারা নিজেরা কীভাবে ঈদ উদযাপন করেছেন। অন্যদেরকে করার তাগিদ দিয়েছেন। পাঠক আসুন, আমরা দেখি নবীজি এবং সাহাবাদের জীবনে ঈদ।
ঈদের প্রচলন
মদীনায় যাওয়ার পর নবীজি (স) দেখলেন, সেখানকার লোকজন দুটি দিনকে উদযাপন করে খেলাধূলার মধ্য দিয়ে। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, এ দুদিনের কী তাৎপর্য আছে? তারা বললো, আমরা জাহেলী যুগে এ দু দিনে খেলাধুলা করতাম। তখন তিনি বললেন : ‘আল্লাহ রাববুল আলামিন এ দু দিনের পরিবর্তে তোমাদের এর চেয়ে শ্রেষ্ঠ দু’টো দিন দিয়েছেন। তা হল ঈদুল আজহা ও ঈদুল ফিতর।’ [সুনান আবূ দাউদ : ১১৩৪]
শুধু খেলাধুলা, আমোদ-ফুর্তির জন্য যে দু’টো দিন ছিল আল্লাহ তায়ালা তা পরিবর্তন করে এমন দু’টো দিন দান করলেন যে দিনে আল্লাহর শুকরিয়া, তাঁর জিকির, তার কাছে ক্ষমা প্রার্থনার সাথে সাথে পরিমিত আমোদ-ফুর্তি, সাজ-সজ্জা, খাওয়া-দাওয়া করা হবে। বিদায়াহ ওয়ান নিহায়াহ গ্রন্থে ইবনে জারীর রাদি আল্লাহু আনহুর বর্ণনা মতে, দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ (স) প্রথম ঈদ পালন করেছেন।
ঈদের নামাজ
নবীজী (স) দিনে বের হয়ে দু’রাকাত ঈদের সালাত আদায় করেছেন। এর পূর্বে ও পরে অন্য কোন নামাজ আদায় করেননি।’ [সহীহ বুখারি : ৯৮৯] শুধু ছেলেরা নয়, ঈদের জামাতে মেয়েদের শামিল করানোর ব্যাপারেও নবীজি (স) তাগিদ দিয়েছেন।
উম্মে আতিয়া (রা) বলেন, ‘আমাদেরকে রাসূলুল্লাহ (স) আদেশ করেছেন আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের জন্যে বের করে দেই; পরিণত বয়স্কা, ঋতুবতী ও গৃহবাসিনীসহ সকলকেই। ঋতুবতী নারীরা ঈদগাহে উপস্থিত হয়ে সালাত আদায় থেকে বিরত থাকবে তবে কল্যাণ ও মুসলিমদের দোয়া প্রত্যক্ষ করতে অংশ নিবে। তিনি আরো বলেন, আমরা জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর রাসূল! আমাদের মাঝে কারো কারো ওড়না নেই (যা পরিধান করে আমরা ঈদের সালাতে যেতে পারি)। রাসূলুল্লাহ (স) বললেন, ‘সে তার অন্য বোন থেকে ওড়না নিয়ে পরিধান করবে।’ [সহীহ মুসলিম : ২০৯৩]
ঈদের দিন গোসল করা :
ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছছন্নতা অর্জন করাকেও নবীজি গুরুত্ব দিতেন। ইবনে উমার রাদি আল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত যে,‘তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন।’ [সুনান বায়হাকী : ৫৯২০]
পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া :
আলী রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন : ‘সুন্নাত হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া।’ [সুনান আততিরমিযী : ৫৩৩] উভয় পথের লোকদেরকে সালাম দেয়া ও ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য যে পথে যাবে সে পথে না ফিরে অন্য পথে ফিরে আসা। হাদিসে বর্ণনা করা হয়েছে, ‘নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে পথ বিপরীত করতেন।’ [সহীহ বুখারী : ৯৮৬]
খাবার গ্রহণ :
ঈদুল ফিতরের দিনে ঈদের সালাত আদায়ের পূর্বে খাবার গ্রহণ করা এবং ঈদুল আজহার দিন ঈদের সালাতের পূর্বে কিছু না খেয়ে সালাত আদায়ের পর কুরবানির গোশত খাওয়া সুন্নাত। বুরাইদা রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত, ‘নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিনে ঈদের সালাতের পূর্বে খেতেন না।’ [সুনান আততিরমীযি : ৫৪৫]
ঈদে শুভেচ্ছা বিনিময়ের ভাষা :
ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানানো শরিয়ত অনুমোদিত একটি বিষয়। বিভিন্ন বাক্য দ্বারা এ শুভেচ্ছা বিনিময় করা যায়। যেমন : (ক) হাফেয ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সাহাবায়ে কিরামগণ ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন : ‘তাকাববালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ অর্থ- আল্লাহতায়ালা আমাদের ও আপনার ভাল কাজগুলো কবুল করুন। (খ) ‘ঈদ মুবারক’ ইনশাআল্লাহ। (গ) ‘ঈদুকুম সাঈদ’ বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়।
ঈদের চাঁদ দেখার পর থেকে তাকবীর পাঠ করা :
তাকবীর পাঠ করার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করা হয়। তাকবীর হলো : আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা-ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়া লিল্লাহিল হামদ।
বাক্যটি উচ্চস্বরে পড়া। আবদুল্লাহ ইবনে উমার রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছা পর্যন্ত তাকবীর পাঠ করতেন।’ [মুসতাদরাক : ১১০৬] যখন সালাত শেষ হয়ে যেত তখন আর তাকবীর পাঠ করতেন না। বিশেষভাবে ঈদগাহের উদ্দেশ্যে যখন বের হবে ও ঈদগাহে সালাতের অপেক্ষায় যখন থাকবে তখন গুরুত্বসহকারে তাকবীর পাঠ করতে হবে।
নতুন বা পরিচ্ছন্ন পোশাক পরিধান করা :
আব্দুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ‘আল্লাহ রাববুল আলামিন তাঁর বান্দার উপর তাঁর প্রদত্ত নিয়ামাতের প্রকাশ দেখতে পছন্দ করেন।’ [সহীহ আলজামে : ১৮৮৭] ইবনুল কায়্যিম রহমাতুল্লাহি আলাইহি বলেছেন : ‘নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু ঈদেই ঈদগাহে যাওয়ার পূর্বে সর্বোত্তম পোশাক পরিধান করতেন।’ [যাদুল মায়াদ]
ঈদের খুতবা শ্রবণ করা :
আব্দুল্লাহ বিন সায়েব রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন : ‘আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদ উদযাপন করলাম। যখন তিনি ঈদের সালাত শেষ করলেন, বললেন : আমরা এখন খুতবা দেব। যার ভালো লাগে সে যেন বসে আর যে চলে যেতে চায় সে যেতে পারে।’ [সুনান আবূ দাউদ : ১১৫৭]
দোয়া ও ইস্তেগফার করা :
ঈদের দিনে আল্লাহ তায়ালা অনেক বান্দাহকে মাপ করে দেন। মুয়ারিরক আলঈজলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈদের এই দিনে আল্লাহ তায়ালা একদল লোককে এভাবে মাপ করে দিবেন, যেমনি তাদের মা তাদের নিষ্পাপ জন্ম দিয়েছিল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ‘তারা যেন এই দিনে মুসলিমদের জামায়াতে দোয়ায় অংশগ্রহণ করে।’ [লাতাইফুল মায়ারিফ]
মুসাফাহা ও মুআনাকা করা :
মুসাফাহা ও মুআনাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয়। আবু হুরায়রা রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত, ‘একদা হাসান (রা) নবী কারীম (স) এর কাছে আসলেন, তিনি তখন তাকে জড়িয়ে ধরলেন এবং কোলাকুলি করলেন।’ [শারহুস সুন্নাহ]
ফিতরাহ দেয়া : রমজান মাসে সিয়ামের ত্রুটি-বিচ্যুতি পূরণার্থে এবং অভাবগ্রস্তদের খাবার প্রদানের উদ্দেশ্যে ঈদের সালাতের পূর্বে নির্ধারিত পরিমাণের যে খাদ্য সামগ্রী দান করা হয়ে থাকে, শরীয়াতের পরিভাষায় তাকেই যাকাতুল ফিত্র বা ফিতরাহ বলা হয়ে থাকে। হাদিসে বর্ণিত, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে যাওয়ার পূর্বে ফিতরাহ আদায় করার আদেশ দিলেন।’ [সহীহ বুখারি : ১৫০৩]
এতিম ও অভাবীকে খাবার খাওয়ানো :
একবার রসূল (স) ঈদের নামাজ পড়ানোর জন্যে বের হলেন। রাস্তার পাশে মাঠে কিছু কিশোর খেলাধূলা করছিলো। কিন্তু তাদের একজন মাঠের এককোণে বসে কাঁদছিলো। পরনে তার ছেঁড়া জরাজীর্ণ কাপড়। নবীজি (স) তাকে খেয়াল করলেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, সে কাদছে কেন। ছেলেটি বললো, তার মা-বাবা নেই। এমন কোনো আত্মীয়ও নেই যার কাছে সে আশ্রয় নিতে পারে।
নবীজি (স) তার কথা শুনে যারপরনাই কষ্ট পেলেন। বললেন, আজ থেকে আমিই তোমার বাবা। আয়েশা তোমার মা, ফাতিমা তোমার বোন আর হাসান হোসাইন তোমার দু ভাই। তুমি কি সন্তুষ্ট? ছেলেটি বললো, হে আল্লাহর রসুল (স) এত কিছু পেয়েও আমি কি সন্তুষ্ট না হয়ে পারি। এরপর মহানবী (স) তাকে বাসায় নিয়ে গেলেন, সুন্দর জামা পরালেন এবং তৃপ্তির সাথে খাওয়ালেন।
এরপর ছেলেটি হাসতে হাসতে আবার সেই মাঠে ফিরে গেলো। অন্য ছেলেরা তার এ অবস্থা দেখে অবাক হলো। জিজ্ঞেস করলো, কিছুক্ষণ আগে না তুমি কাঁদছিলে? এর মধ্যে এমন কি হলো যে, তুমি খুশিতে আত্মহারা হয়ে গেলে? ছেলেটি বললো, আমি অনাহারে ছিলাম, পরিতৃপ্ত হয়েছি। পোশাকহীন ছিলাম, পোশাক পেয়েছি। এতীম ছিলাম, আল্লাহর রাসুলকে পিতারূপে পেয়েছি তাঁর পরিবারের সবাইকে আমার পরিবার হিসেবে পেয়েছি। এখন আমার চেয়ে সুখী আর কে আছে?

আত্মীয়-স্বজনের খোঁজ-খবর নেয়া :
ঈদের সময় বিভিন্ন আত্মীয়-স্বজনের খোঁজ-খবর নেয়া ও তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার বিশেষ সুযোগ তৈরি হয়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আখেরাতে বিশ্বাস করে, সে যেন আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে।’ [সহীহ বুখারি : ৬১৩৮]
প্রতিবেশীর খোঁজ-খবর নেয়া :
ঈদের সময় প্রতিবেশীর হক আদায়ের সুযোগ তৈরি হয়। আল কুরআনে বলা হয়েছে, ‘তোমরা ইবাদত কর আল্লাহর, তাঁর সাথে কোন কিছুকে শরিক করো না। আর সদ্ব্যবহার কর মাতা-পিতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতীম, মিসকীন, প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস-দাসীদের সাথে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদেরকে, যারা দাম্ভিক, অহঙ্কারী।’ [সূরা নিসা : ৩৬]
মনোমালিন্য দূর করা :
জীবন চলার পথে বিভিন্ন পর্যায়ে কারো কারো সম্পর্কের অবনতি হতে পারে। ঈদের সময় পারস্পরিক মন-মলিন্য দূর করা ও সম্পর্ক সুদৃঢ় করার উত্তম সময়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোন মুসলিমের জন্য বৈধ নয় যে তার ভাইকে তিন দিনের বেশি সময় সম্পর্ক ছিন্ন রাখবে। তাদের অবস্থা এমন যে দেখা সাক্ষাৎ হলে একজন অন্য জনকে এড়িয়ে চলে। এ দুজনের মাঝে ঐ ব্যক্তি শ্রেষ্ঠ যে প্রথম সালাম দেয়।’ [সহীহ মুসলিম : ৬৬৯৭]
আনন্দ প্রকাশ করা :
উম্মুল মুমিনীন আয়েশা রাদি আল্লাহু আনহা বর্ণনা করেন : ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আমার ঘরে আগমন করলেন, তখন আমার নিকট দু’টি ছোট মেয়ে গান গাইতেছিল, বুয়াস যুদ্ধের বীরদের স্মরণে। তারা পেশাদার গায়িকা ছিল না। ইতোমধ্যে আবু বকর রাদি আল্লাহু আনহু ঘরে প্রবেশ করে এই বলে আমাকে ধমকাতে লাগলেন যে, নবীজির ঘরে শয়তানের বাঁশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কথা শুনে বললেন, ‘মেয়ে দুটিকে গাইতে দাও হে আবু বকর! প্রত্যেক জাতির ঈদ আছে, আর এটি আমাদের ঈদের দিন।’ [সহীহ বুখারি : ৯৫২]

এই লেখাটি কোয়ান্টাম ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কোয়ান্টাম সুন্দর একটি মিউজিক প্রকাশ করেছে যারা সংগ্রহ করতে চান তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। ঈদ মোবারক।