শনিবার, ২৭ জুলাই, ২০১৩

আপনার অ্যান্ড্রয়েড মোবাইল চোরকে হাতে নাতে ধরুন আর ধোলাই দিন !!!

পোস্টের টাইটেল দেখে নিশ্চয়ই মজা পেয়েছেন! এর চেয়েও বেশি মজা পাবেন যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল চোরকে চুরি করার মুহূর্তে হাতে নাতে ধরতে পারেন!
হ্যাঁ। এটা খুবই সম্ভব। বিশেষ করে যারা হোস্টেলে থাকেন, তাদের এটা অবশ্যই দরকার। দেখা যায়, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল/হল থেকে মোবাইল সবচেয়ে বেশি চুরি হয়। বন্ধু সেজে আপনার রুমে প্রবেশ করে যদি দেখে আপনি মোবাইল চার্জে দিয়ে ঘুমাচ্ছেন, তখন আপনার বন্ধুত্বে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে মোবাইল নিয়ে ভাগে!
আসুন দেখি, কীভাবে এই চুরি ঠেকানো সম্ভবঃ
যা লাগবেঃ একটা ছোট্ট Android App [Mobile Alarm System].
গুগল প্লে স্টোরে এরকম অনেক অ্যাপস পাবেন। আমি প্রায় সবগুলো ব্যবহার করে দেখেছি। কমবেশি একই রকম। তবে Mobile Alarm System টা আমার কাছে ভালো লেগেছে। কেন লেগেছে তার কারণ বলিঃ
১। সহজ ও সুন্দর ইন্টারফেস।
২। চুরি ঠেকানোর ৬ টি অপশন।
৩। আকারে ছোট।
৪। আকর্ষণীয় অ্যালার্ম। সাথে নিজের পছন্দের রিংটোন অ্যালার্ম হিসেবে ব্যবহার করার সুবিধা।
৫। সেটিংসে অনেক অপশন।
৬। অ্যালার্ম বাজার সাথে সাথে আপনার সেট করা নাম্বারে কল, মেসেজ ও মেইল পাঠাবে।
৭। পাসওয়ার্ড না দেয়া পর্যন্ত অ্যালার্ম বন্ধ করা যাবে না।
এবার নিশ্চয়ই বুঝে গেছেন, এটা কীভাবে কাজ করে? না বুঝলে বলেই দিই। এটা চালু করে আপনার পছন্দের অপশনের বাটনে টাচ করে ON বাটনে টাচ করুন। এবার নিশ্চিন্তে মোবাইল রেখে ঘুমান। কেউ আপনার মোবাইল ধরে একটু নাড়ালেই অ্যালার্ম বাজা শুরু হবে। ব্যাস! আপনার কাজ ঘুম থেকে ওঠা আর চোরকে ধোলাই দেয়া!
নিচে দেখুন কিছু স্ক্রিনশটঃ






নিজের পছন্দের অ্যালার্ম টোন দিতে পারেন। এখানে আমি DON 2 এর টোন দিয়েছি!
ভালো ফল পেতে স্ক্রিনশটে দেখানো সেটিংস গুলো অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি আমার মোবাইল ওয়ালটন H2 তে ব্যবহার করছি।
আর হ্যাঁ। এটা একটা পেইড সফটওয়্যার। গুগল প্লে স্টোর থেকে আপনি ১.২৫$ ব্যয় করে কিনতে পারেন। আবার টাকা খরচ করতে না চাইলে আমার মত নিচের লিংক থেকে ফ্রি নামাতে পারেন!
ফ্রি ডাউনলোড লিংকঃ এখানে যান। এরপর DOWNLOAD NOW বাটনে ক্লিক করুন।
গুগল প্লে স্টোর লিংকঃ এখানে যান
প্লে স্টোরে এর একটা LITE FREE VERSION আছে, তবে এতে সব সুবিধা নাই। ইচ্ছা করলে এটাও দেখতে পারেন। লিংকঃ এখানে যান
ভালো লাগলে মন্তব্য করে জানাবেন।
আমার সাইটঃ www.tecnology24bd.blogspot.com
ধন্যবাদ।

রবিবার, ১৪ জুলাই, ২০১৩

“জীবন কে সহজ করে নিন SMART WATCH দিয়ে ”

আজ আপনাদের সাথে একটা নূতন জিনিস নিয়ে কথা বলব , এটা হচ্ছে SMART WATCH. যা আমাদের দৈনন্দিন জীবন কে আরও সহজ ও আনন্দদায়ক করে দিবে।এর নাম , Pebble Smartwatch
এর কিছু সুবিধা দেখা যাক............
 Pebble Smartwatch
Pebble Smartwatch
Incoming Caller ID
Email (Gmail or any IMAP email account)
photo-caller-id
photo-caller-id
SMS on both Android and iPhones
iMessage (iOS only)
photo-music
photo-music
Calendar Alerts
Facebook Messages
photo-cycling
photo-cycling
Twitter
Weather Alerts
Silent vibrating alarm and timer
Load apps using Bluetooth
144 x 168 pixel display black and white e-paper
Bluetooth 2.1+ EDR and 4.0 (Low Energy)
4 buttons
Vibrating motor
3 axis accelerometer with gesture detection
Distribute apps via Pebble watchapp store
price : $150 ER MOTO
আরও দেখতে .........
http://www.facebook.com/jotilmobile2013

শনিবার, ১৩ জুলাই, ২০১৩

@H@cked Gr@m33nph0n3@ 3টাকায় 10MB, 10SMS, 10MMS নিয়ে নিন ।




জিপিতে চরম একটা টিক্স বের করা হয়েছে । 3 টাকায় 10 মেগা বাইট ইন্টারনেট, ১০ টা SMS ও ১০ টা MMS পাবেন ।
প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশনে যান । এবার টাইপ করুন ।

GIFTA2259E
এবার ওটা পাঠিয়ে দেন

9999
ফিরতি ম্যাসেজ আপনি এগুলা পাবেন ।


নোটঃ

দিন যতবার খুশি নিতে পারেন এবং মেয়াদ 3 দিন ।

1.Cheak sms
*566*2#

2. Cheak mb
*566*10#

যদি কারো উপকারে আসো তো ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন ।

শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

♦ চলুন শিখি মাউথ অরগা্নে ‘Teri Meri Meri Teri.. :p’ গানটি বাজানো ♦ আপনার প্রিয়কে ভাসিয়ে নিয়ে যান সুরের ভুবনে !!

আজ আমরা কি শিখব তা  নিয়ে আলোচনা করাই যুক্তিযুক্ত। চলুন মূল আলোচনায় গমন করি।
আমি হয়তো ভাল গান গেতে পারি না, হয়তোবা মানুষকে Impress করার মত ভাল কোনো গুণ নেই। কিন্তু কি হয়েছে আজ থেকে আমার Passion হবে একজন দারুণ Mouth Organist হবার। দেখিয়ে দেব সবাইকে যে '''দেখো'''!!  পারবেন না? তাহলে চলুন আমার সাথে!!
Mouth Organ/Harmonica  বাজানো একটি প্যাশন আবার হবি ও হতে পারে। যেহেতু আমরা আজ প্রথম পরিচয় হয়েছি , একদম শুরু থেকে আলোচনা করাই ভাল হবে।  যদিও অনেক দেশে mouth Organ বাজানো একটি শিল্প কিন্তু আমাদের দেশে আমি এই  Trend এর প্রচলন লক্ষ্য করি নি। আমার এই বাদ্যযন্ত্র শিখার প্রাথমিক অবস্থা খুব মর্মান্তিক হলেও আপনাদের জন্য তা হবে না আশা করি কারন আজ থেকে আমি তো আছি,তাই না? :D   চলুন  প্যা প্যা করে না বাজিয়ে সঠিক সুর তুলে অবাক করে দেই আমার আশেপাশের মানুষগুলোকে যাদের কাছে আমি ছিলাম প্রতিভাহীন অর্বাচিন বালক।  হয়ত আপনার জন্মসূত্রে প্রাপ্ত প্রতিভাই আছে এখানে!!
প্রাথমিক ধাপ :
আপনার ১০ টা হোল বিশিষ্ট মাউথ অরগান টিকে মনে মনে দশটা ভাগে ভাগ করে ফেলুন আর প্রয়োজন হলে আমি নিচে যা লিখছি তা খাতায় লিখে ফেলুন জলদি করে…
1      2      3     4    5      6   7      8    9    10
-1    -2    -3    -4   -5   -6   -7   -8   -9   -10
এখন প্রশ্ন হল আমি উপরের সারি তে কেন  ১,২ …… আর নিচের সারিতে -১, -২ … ইত্যাদি লিখলাম,তাই না?  হা,বলছি ।
উপরের 1 2 3 … আপনার  মাউথ অরগান এর  পর্যায়ক্রমিক দশটি হোলের নাম্বার … আপনাকে তা ভেবে নিতে হবে… মানে প্রথম হোলের নাম্বার 1, 2য় হোলের নাম্বার ২ ইত্যাদি…
বাজানোর  পদ্ধতি :
ধরুন আমি যখন 4 লিখব  তখন আপনাকে 4 নাম্বার হোলে নিচের দিকে ফু দিতে হবে আর যখন -4 বলব  তখন 4 নাম্বার হোলে উপরের দিকে ফু টানতে হবে। এটাই হল মাউথ অরগান এর মূলনীতি।
আজকে কি বাজানো শিখব?
আজকে আমরা  'Teri Meri, Meri Teri Prem Kahani Hay Mushkil' From Bodyguard  গানটা বাজানোর চেষ্টা করব,হা?  চলুন আপনাদেরকে দিয়ে দেই Notation টা। Notation  হল আপনাকে পর্যায়ক্রমিক কোন কোন হোলে ফু দিলে একটা গান play হবে তার নাম্বার ।
============================
Teri Meri
-4   -6   6    -6
Meri Teri
-5  6  -6  -5
Prem Kahani Hay Mushkil
6  -6  6  -5  5  -4  5  -4  4
Do Lafzo, May ye Kahani
-4   5   -5   5   -5   5   6    -6   6  -5
Hopa Ye.
5 -4 -4
------------------------------------[এতো লিখতে ভালো লাগে!!
দিলাম তো , এখন  উপরের নিয়মানুসারে বাজিয়ে যান। :)
======বাংলাদেশি মাউথ অরগান বাদকদের সাথে যুক্ত হতে  চলে যান ফেসবুকের হারমোনিকা বাংলাদেশ  এর পেজ এ।  Harmonica Bangladesh এ গিয়ে হয়ে যান এর সদস্য ।
আর আপনার কাছে মাউথ অরগান এখন না থাকলে পোস্ট টি Bookmark করে রাখতে পারেন।
ভবিষ্যতে হয়ত আরো নতুন নতুন গান নিয়ে আসব কিন্তু তার আগে মাউথ অরগান এ হাত আর মুখটা চালু করুন। দারুন বাজাতে পারবেন আশা করি। চেষ্টা করুন , আমার বিশ্বাস আপনি পারবেন । ধন্যবাদ।
যদি আরো  সাহায্যের প্রয়োজন হয়  এবং Mouth Organ Professional হওয়ার ইচ্ছা পোষন করেন তাহলে আমায় Facebook এ পেতে পারেন এইখানে ক্লিক করে।
ভালো থাকবেন আর আপনার পাশের  মানুষটিকে ভাল রাখবেন।  ধন্যবাদ আবারো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। :)

উচ্চমাধ্যমিক (HSC) ও ইউনিভার্সিটি ভর্তির জন্য প্রয়োজনীয় সব লেকচার শিট ও নোট ও গুরুত্বপূর্ণ পরামর্শ … (আপনাকে আর টাকা খরচ করে কোচিং করতে হবে না ) Tweet

বই ডাউনলোড না করুন … তারপরও পোষ্টটা একবার পড়ুন এর ফলে আপনার ছোট ভাইদের একটা ভালো পরামর্শ হলেও দিতে পারবেন … আপনার এই একটা পরামর্শ হয়ত তার লাইফ চেইঞ্জ করে
দিবে ..................
এই বাংলা ই-বুক বা বই গুলো যে কি দরকারি তা শুধু ওপেন করে দেখুন …তাহলেই বুঝে যাবেন……!
আপনারকাজে না লাগলেও.... আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে
লাগবে...!নিচের বাংলা বই গুলো কিছু মেগাবাইট খরচ
করে নামিয়ে ফেলুন …।আর দেখুন কি কাজের বই দিলাম.।যারা উচ্চমাধ্যমিকে নতুন ভর্তি হবেন তারা হয়ত এখন এই বই গুলোর মুল্য বুঝতে পারবেন
না …এই বই গুলোর মূল্য বা গুরত্ব বুঝার জন্য আপনাকে আগে কয়েক মাস বিভিন্ন স্যার কাছে ও
কোচিংসেন্টারে যেতে হবে … তারপর যখন এই
বইগুলোর সাথে আপনার কোচিং সেন্টারের শিটের সাথেতুলনা করবেন আশা করি তখন বুঝতে পারবেন …
যারা এবার ইউনিভার্সিটি ,বুয়েট ও
মেডিক্যাল ভর্তি পরীক্ষা দিবেন তাদের কে বলছিঃআপনারা অন্তত এক দুই মাস কোন কোচিং সেন্টারে ভর্তি হবেন না …

আপনাদের জন্য আমার উপদেশ হলোঃ

* প্রথমে লাইব্রেরী তে গিয়ে কয়েকটা মডেল টেস্ট গাইড কিনে নিবেন… [আমার জানা মতে
জয়কলি পাবলিকেশনের কিছু মডেল টেস্ট গাইড আছে বাজারে যা মোটামুটি ভালো তা ছাড়া আপনি
অন্যন্য গুলো দেখতে পারেন , এই বইগুলো দাম কিন্তু বেশি না ] এর পর আজকে থেকে মডেল টেস্ট দেওয়া শুরু করেন , কোন রকম প্রিপারেশন ছাড়াই পরীক্ষা
দেওয়া শুরু করবেন …তারপর সেই উত্তর গুল নিজে নিজে কাটবেন , এবং সঠিক উত্তর গুলো লিখে সবগুল শিখবেনএভাবে প্রতিদিন অন্তত একটা করে মডেল টেস্ট দিতে থাকবেন ।প্রথম দিকে ভুলের পরিমাণ হয়ত বেশি হবে … তবে চিন্তার কোন কারন নাই ১৫-২০ টা দিবার
পর ভুলের পরিমাণ কমে আসবে এবং আত্তবিশ্বাসের পরিমাণ বাড়তে থাকবে …
* এর পাশাপাশি বিগত সালের ইউনিভার্সিটি ভর্তির সব প্রশ্ন উত্তর শিখে ফেলুন… এইটা
আপনার মডেল টেস্ট জন্য কাজে আসবে …
* এর পাশাপাশি পুরান বইয়ের দোকান থেকে কয়েকটা গাইড় ও বিভিন্ন রাইটারের বই গুলো
কিনে নিয়ে আসুন …
মডেল টেস্টের পাশাপাশি সেগুলো দাগাই পড়া শুরু করুন …
এক মাসের মধ্যে সবগুল সাবজেক্ট মোটামুটি ভাবে শেষ করার চেষ্টা করুন …
মোট কথা রেজাল্টের আগে বাসায় বসে সবগুলো মডেল টেস্ট ও সবগুলো গাইড় শেষ করে ফেলুন …
এবার আসি আমার এই উপদেশে আপনাদের কাছ থেকে যে প্রশ্ন গুলো আসতে পারে …
১] প্রিপারেশন ছাড়া কিভাবে পরীক্ষা দিব ?
উত্তরঃ আপনি দুই বছর ধরে এই বইগুল পড়েছেন … মোটামুটি ব্যাসিক আপনার আছে
সেই ব্যাসিকের উপর ভিত্তি করে শুরু করতে হবে । তাছাড়া আপনি টেস্ট দিবার পর সেই
প্রশ্ন গুলো আবার শিখছেন এতে করে পরবর্তী মডেল টেস্টের জন্য কিছুটা প্রিপারেশন হয়ে
যাচ্ছে ।
২] এক দুই মাসের মধ্যে কিভাবে সব বই শেষ করব?
উত্তরঃ ভবিষ্যতে রিভিশনের জন্য প্রথমে
আপনাকে যে কোন একটা বইকে আদর্শ ধরতে হবে ।
আপনি যখন কোন অধ্যায় পড়বেন তখন তার শুধু
ইম্পরট্যান্ট বিষয় গুলো সেই বইতে দাগাবেন ও শিখবেন এবং পাশাপাশি ঐ অধ্যায়টা
অন্য লেখকের বই গুলতে কেমন লিখছে ও ভর্তি গাইডে কি দেওয়া আছে তা দেখবেন যদি সেগুলোতে ব্যতিক্রম ও গুরুত্বপূর্ণ কিছু পান

তাহলে যেই বইটাকে আপনি আদর্শ ধরেছেন সেটাতে আপনি সেগুলো টুকে রাখুন …
এভাবে প্রতিদিন দুই থেকে তিন অধ্যায় শেষ
করলে আশা করি এক দুই মাসে সব বই শেষ হয়ে যাবার কথা ।
৩] এখন কোচিং করলে সমস্যা কি ?
উত্তরঃ এখন কোচিং করলে আপনি কখনো নিজের মত করে বই শেষ করতে পারবেন না !
তা ছাড়া এখন কোচিং করলে সময় ও অর্থ দুটোই অপচয় হবে …
তাছাড়া নিজে ছোটখাট একটা প্রিপারেশন ছাড়া কোচিং ভর্তি হলেআপনি হয়ত তাদের সাথে তাল মিলাতে পারবেন না ।
মোটামুটি ভাবে বই শেষ করা ছাড়া আপনি কখনোই
বুঝতে পারবেন না আপনার কোন সেক্টরে যাওয়া
উচিত …
আমি প্রাই দেখি খুব আগ্রহ নিয়ে অনেক টাকা দিয়ে মেডিক্যাল কোচিং এ ভর্তি হয়ে গেল
পরে বায়োলজির বিরক্ত কর পড়া দেখে আর কোচিং
এ যায় না …
সেইম সমস্যা হয় ইঞ্জিনিয়ারিং কোচিং এ ও …
এছাড়া রেজাল্টের আগে ভর্তি হবার ফলে … পরে দেখা গেল আশানুরূপ গ্রেড না আসার জন্য
আপনি সেই সেক্টরে অ্যাপ্লাইও করতে পারছেন না …
মোট কথাঃ কোচিং ভর্তি হবার আগে আপনি বই শেষ করুন তারপর আপনি সিদ্বান্ত নিন আপনি
কোন সেক্টরে যাবেন …
আবেগ আর নাম ফুটানোর জন্য কোচিং ভর্তি হয়ে আপনার লাইফটা নষ্ট করবেন না …
আমার লাইফে আমি অনেক মেধাবী ছেলে দেখেছি … যারা শুধু ভুল সিদ্বান্তের জন্য কোথাও
চান্স পাই নাই …
আশা করি আপনারাও দেখেছেন …
আমার পরামর্শ যে ১০০% সঠিক তা কিন্তু বলব না , আমার ধারনার মধ্যেও ভুল থাকতে পারে তাই আপনারাও আপনাদের আরো ভালো পরামর্শ বা আইডিইয়া থাকলে কমেন্টের মাধ্যমে জানান আমি আপনাদের নাম সহ পোস্টে আপডেট করে দিব …
অনলাইনে এই বইগুলো লাইভ পড়তে চাইলে বা বই গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন
[অনলাইনে বই পড়ার যে কি মজা, তা না দেখলে কখনও বুঝতে পারবেন না  ]
http://tanbircox.blogspot.com/2013/05/Intermediate-HSC.html

উচ্চ মাধ্যমিক / এইচএসসিএররসায়ন সৃজনশীলপ্রশ্ন উত্তরের জন্য লেকচার শিটঃ

এই বইয়ের বৈশিষ্ট্যঃ
  • * সৃজনশীল প্রশ্ন উত্তর খুব সহজে উত্তর দিবার জন্য টেকনিক্যালি সাজানো হয়েছে…।
  • * এখানে পাঠ্য বইয়েরপ্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের তথ্য-উপাত্ত একত্রিত করে পড়ার জন্য সুবিধাজনকভাবে সজ্জিত করা হয়েছে।
  • * এই বই গুলোতে শুধুমাত্র গুরুত্বপূর্ন তথ্য গুলো দেওয়া আছে…
  • * গুরত্বপূর্ন সুত্র ও তথ্য মনে রাখার জন্য কিছু টেকনিক ও ফর্মুলাদেওয়া হয়েছে ...

Intermediate Chemistry Part -01.pdf

Size: - 12.92 MB
Download link:
Direct Download link: 

পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রঃ

পদার্থবিজ্ঞান প্রশ্ন সৃজনশীল বা তত্ত্বীয় যেমনই হোক না কেন, পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ সবসময় একই থাকে । এই মৌলিক বিষয়সমূহসম্পর্কে আপনার পরিস্কার ধারণা থাকলে ,আপনি অবশ্যই
যে কোন উদ্দীপকের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নসমূহের উত্তর খুব সুন্দর করেসাজিয়ে লিখে আসতে পারবেন।
এই ই-বুকের সুবিধা সমূহঃ
  • * প্রশ্ন উত্তর গুলো বিভিন্ন লেখকের বই থেকে যাচাই বাছাই করে সবচেয়ে সহজ পদ্ধতির উত্তরটা দেওয়া হয়েছে
  • * পদার্থবিজ্ঞানের মৌলিক গুরুত্বপূর্ন বিষয়সমূহ সম্পর্কে খুব সহজ ব্যখ্যা দেওয়া আছে?
  • * জটিল তত্ব গুলো বুঝার জন্য চিত্র সহকারে উদাহরন দেওয়া আছে
  • * পদার্থবিজ্ঞানের গুরত্বপূর্ন বিষয়সমূহের প্রয়োজনীয় উদাহরণ ও চিত্রসহ ব্যাখ্যামূলক সমাধান করে দেওয়া হয়েছে ।
  • * গাণিতিক প্রশ্ন উত্তর গুলো ভেঙ্গে ভেঙ্গে বিস্তারিত ভাবে ও প্রয়োজনীয় সাইডনোট সহকারে করে দেওয়া আছে ।

Intermediate Physics 1st Paper.pdf

সাইজঃ 23.6 MB
Download link:

Intermediate Physics 2nd Paper Math Formula.pdf

Size: 3.2 MB
Download link:

Physics 2nd Paper -HSC & Honours (Short Technique & Formulas) 13.pdf

Size: 2.83 MB

জ্যামিতির সব সূত্র (ছবি সহকারে বর্ণনা )

Geometry Equation -HSC & Honours (Short Technique &
Formulas) 13.pdf

Size: 3.44 MB
Download link:

বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল ভর্তি পরীক্ষার্থীর জন্য ঊদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান

উদ্ভিদবিজ্ঞান

Botany for University & Medical Admission

ডাউনলোড লিংকঃ

http://www.mediafire.com/?sr079zp763lwozu

প্রাণীবিজ্ঞান {Zoology}

ব্যবসায় প্রশাসনের জন্য প্রয়োজনীয় বাংলা বই

Accounting -HSC & Honours (Short Technique & Formulas)
13.pdf

Size: 6.82 MB
Download link:


Management -HSC & Honours (Short Technique & Formulas) 13.pdf

Size: 9.47 MB
Download link:

বিশ্ববিদ্যালয়য় ভর্তির জন্য এক্সক্লুসিভ দুইটি বইঃ

General Knowledge -Bangladesh Affairs (Xclusive Short Technique) 13.pdf
Size:6.64 MB
Download link:
Direct Download Link
General Knowledge -International Affairs(Xclusive Short Technique ) 13.pdf
Size: 6.9 MB
Download link:

আমার সংগ্রহের সবকিছুঃ প্রয়োজনীয় সব শিক্ষামূলক সফটওয়্যার ও অসংখ্য শিক্ষামূলক ই-বুক (Pdf বই) ... আপনার পড়ালেখা কে করে তুলুন প্রযুক্তিময় (আপডেটেড ছবি ও নেক্সট আকর্ষণ)

জাস্ট একটা ক্লিক করে , সামান্য সময় ব্যয় করে নিচের লিঙ্কটা দেখে আস্তে পারেন
অথবা এই বইটি ডাউনলোড করুন
আপনার আজকের এই ব্যায়কৃত সামান্য সময়...............।
ভবিষ্যতে আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে...........................
দেখার পর
হয়ত আফসোস করবেন " ইস আরো আগে পেলে কত উপকার হত ………"

বাংলা ই-বুক, সফটওয়্যার ,শিক্ষণীয় তথ্য ও বিভিন্ন টিপস সম্পর্কে আপডেট পেতে চাইলে "বাংলা বইয়ের [ প্রয়োজনীয়_বাংলা_বই _Useful -Bangla- e-books ] এই ফেসবুক পেজে "লইক like
দিতে পারেন … আশা করি এতে আপনার কোন ক্ষতি হবে না … তবে আপনাদের অনেক
উপকারে আসবে …বিশ্বাস না হলে পেইজের পোস্ট গুলো একবার দেখে আসুন
……
https://www.facebook.com/tanbir.ebooks
প্রয়োজনীয়_বাংলা_বই _Useful -Bangla- e-books


নিয়ে নিন ক্যাস্পারসকি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ এর ২৮৪(আজ থেকে) দিন এর লাইসেন্স

সুপ্রিয় TT বাসীগন কেমন আছেন?? আশা করি সবাই ভালো আছেন...কাজের কথায় আসি...
আজকের এই টিউন মূলত ক্যাস্পারসকি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ এর লাইসেন্স কি নিয়ে...
যারা ক্যাস্পারসকি ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করতেছেন তারা নিয়ে নিন ক্যাস্পারসকি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ এর ২৮৪(আজ থেকে) দিন এর লাইসেন্স।
ডাউনলোড করুন এখান থেকে(Fileswap Link): Download
ডাউনলোড করুন এখান থেকে(Mediafire Link): Download
www.tknowmore.blogspot.com
কিভাবে এই লাইসেন্স ব্যবহার করবেন??
ধাপসমূহঃ(এটি করার সময় ইন্টারনেট কানেকশন অফ রাখবেন অবশ্যই...।)
১. যদি পারেন তাহলে আপনার কম্পিউটারে থাকা ক্যাস্পারসকি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ প্রথমে আনইন্সটল করে আবার সেটাপ দিন...
যাদের ক্যাস্পারসকি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ নাই তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেনঃ
ক্যাস্পারসকি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩
২. যারা নতুন করে ইন্সটল এর জামেলায় যেতে চান না তারা প্রথমে Trial License টা ডিলিট করে দিনঃ

৩. এবার Kaspersky Active করতে বলবে। Active এ Clik করে নিচের চিত্রের মত করে নিচের সিরিয়ালটি লিখুনঃ
11111-11111-11111-1111X
www.tknowmroe.blogspot.com
৪. দেখাবে Activation Failded...এখন এর নিচের Browse এ ক্লিক করেন। আমার দেয়া লাইসেন্সটা কোথায় আছে সেটা দেখিয়ে দিনঃ
www.tknowmroe.blogspot.com
www.tknowmore.blogspot.com
৫. এখন একটি মেসেজ আসবে যা নিশ্চিত করবে যে আপনার ক্যাস্পারসকি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ একটিভ হয়েছে...
www.tknowmore.blogspot.com
যদি কারো সমস্যা হয় তবে নিচের link এ গিয়ে ভিডিও টা দেখতে পারেনঃ
Kaspersky Internet Security 2013 License Key Until 2014
এই পোষ্ট নিয়ে কারো আপত্তি থাকলে বলবেন...
এটি পূর্বে আমার ব্লগ এ প্রকাশিতঃ Kaspersky Internet Security 2013 License Key Until 2014(Full Tutorial)


ধন্যবাদ সবাইকে...

ম্যাজিকাঃ জাদুকরের মত এবার আপনিও আপনার হাত দিয়ে ধোঁয়া বের করুন। আর বন্ধুদের চমকিয়ে দিন।

=====================================
জাদুকরের মত এবার আপনিও আপনার হাত দিয়ে ধোঁয়া বের করুন। কি বিশ্বাস হচ্ছে না। তাহলে চলুন, শুরু করি।
===========যা যা লাগবে==========
*** একটি ম্যাচ (দেয়াশলাই) এর মড়ক বা খোল ।
*** একটি কেঁচি।
*** একটি লাইটার।
*** আর একটি কাঁচ বা ধাতুর পাত্র।

+++ প্রথমে ম্যাচের মোড়কের বারুদের অংশ কেটে নেই।

+++ এর পর নখ দিয়ে নিচের মোটা ও বাড়তি কাগজ আলাদা করে ফেলি।

+++ পাতলা বারুদের কাগজ টিকে লম্বা লম্বি ভাবে ইংরেজি (V) আকৃতির ভাজ করি।এতে কাজের সুবিধা হয়।

+++ এবার কাগজ টিকে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেই। (কাগজ টিকে পুরো পুরি জ্বলে ছাই হতে দিন)।


+++ এরপর কাগজের কাল ছাই টুকু সরিয়ে ফেলুন। দেখবেন কফি রং এর পাওডার জমা হয়েছে।

+++ এবার এই পাওডার আপনার আঙুলে লাগিয়ে নিন (আগে এই পাওডার ঠাণ্ডা হতে দিন)।

+++ এখন দুই আঙুল দিয়ে একটু পিসুন। দেখবেন ধিরে ধিরে ধোঁয়া বের হচ্ছে।

এটা মজার কিনা তা আপনিই বুঝতে পারছেন। এই টিউন টা করতে আমার ৩৮ মিনিট সময় লাগলো। প্রথম পোস্ট, কেমন হল? Please একটু জানাবেন।

যাদের মোবাইলে টাকা থাকে না, টাকা ছাড়া কথা বলবেন তাদের জন্য

যাদের মোবাইলে টাকা থাকে না, টাকা ছাড়া কথা বলবেন তাদের জন্য, এই সার্কিটটি খুবেই প্রয়োজন, অনেকেই দোকান থেকে গুডাউনে বার বার কথা বলতে হয় । এবং কাছা কাছি বাসা থাকলে বার বার কথা বলতে হয় ।
সার্কিটটি পাঁচ তালা উপর থেকে নিচ তালায় অনায়াসে কথা বলা যায়।
নিজে বাসায় বসে সার্কিটটি তৈয়ার করে নিন, আর বিনা পয়সায় কথা বলুন সারা দিন।
-
-
-
এখানে যে সার্কিটটি দেয়া হয়েছে,সার্কিটটিতে দুইটি ট্রানজেষ্টর Q1 C183 এবং Q2 BF199, MIC লিখা হল কার্বন মাক্র ফোন । S/W কে সুইচ বুঝানো হয়েছে। কয়েলেটির পার্শে পেচের সংখ্য ও তারের গেজ নাম্বার দেয়া আছে। ট্রিমারটি গুরিয়ে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যায় । রিসিবার হিসাবে FM রেডিও অল্প দামে বাজারে কিনতে পাউয়া যায় । সার্কিটিতে যেভাবে দেখানো হেয়েছে পার্স গলি নিয়ে টিক সেই ভাবে কানেকশন করুন।
লংরেন্জ ট্রান্সমিটর লে আউট ,ভাল করে মুখস্ত করুন কাজে লগবে কিন্তু।
এখানে যে সার্কিটটি দেয়া হয়েছে,তা ব্যবহারে কোন প্রশাসনিক বাধা নেই। এই সর্কিটটি রেন্জ মোটামুটি খুব একটা বেশী না ।
যে সব বন্ধুরা আমার দেয়া টিউনস গুলি নিয়মিত দেখেন, তাদের জন্য সুসংবাদ আমি পালাক্রমে লং রেন্জের ট্রান্সমিটর দিব, যে ট্রান্সমিটর টি অনায়াসে তিন ,থেকে চার কিলো মিটর দূরে কথা বলা যায় । বন্ধুরা সমস্য হল একটুক, যদি লং রেন্জে কোন ট্রন্সমিটর সব সময় ব্যবহার করেন তাহলে প্রশাসনের অনোমতি নিতে হবে। না হয় আইনগত ভাবে সমস্যয় পরবেন।
লং রেন্জের যে সার্কিটটির কথা বললাম,সার্কিটটির লে আউটটি আজকে দেব । লে আউটটি দেখে ভাল করে মুখস্ত করবেন। আশাকরি পরবর্তীতে আপনার জন্য সহজ হবে।
সার্কিটটি এখান থেকে ডাউনলোড করুন
আজকের মত বিদায় নিলাম =মোঃ সেন্টু খান

কেমন হয় যদি রাত নামলেই বাসার বাতি গুলি অটোমেটিক জ্বলে যায়।

  • মন হয় যদি রাত নামলেই বাসার বাতি গুলি অটোমেটিক জ্বলে যায় আবার রাত ফুরিয়ে দিনের আলো ফুটে ওঠা মাত্রই বাতিগুলি নিবে যায়
  • বেশ মজা হয় তাই না হা এবার আমি এমনি একটি প্রজক্ট আপনাদের সামনে উপস্থাপন করছি ।মাত্র কয়েকটি পার্টস নিয়ে গটিত ।এ সার্কিটি
  • বেশ কাজের  যে সকল ক্ষেত্রে সময় মত অর্থাৎ অন্ধ কারের সময় বাতি জ্বালাতে হয় যেমন বাগানে রাস্তায় ইত্যদি স্তানে সে সকল স্তানে এ
  • ধরনের একটি প্রজেক্ট একান্ত প্রয়োজন বাতি জ্বালানো  নিবানো কোন টেনশান নেই ।
  • সার্কিটি 220V AC সর্বরাহ লাইনে  কার্যকরী । মূলতঃ ট্রায়াক ও LDR সার্কিটি মূল অংশ । LDR টি এমন যায়গায় বসাতে হবে যেকানে
  • দিনের আলো ও রাতের আধার LDR টির উপরে পরে এক কথায় ঘড়ের বাহিরে যেকানে বৃষ্টি না পরে । ভেরি এবলটি গুরিয়ে  একজাষ্ট করে নিবেন।
  • সার্কটির একান থেকে ডাওনলোড করুন  ।  ভাল লাগলে অবশ্যই জানা বেন কারন একটি টিউনস এর জন্য অনেক সময় নষ্ট করতে হয়।
  • বন্ধুরা মনটা বেশী ভালনা কারন আমার দেয়া অনেক টিউনস পেন্ডিং হয়ে যায় কারনটা বুজিনা  এ বিষয়ে যদি কার যানা থাকে দয়া করে যানা বেন ।
  • আজকের মত বিদায় নিলাম মোঃ সেন্টু খান =01713531965

নিজেই তৈরী করুন স্বল্প খরচে সোলার চার্জিং সিষ্টেম

বন্ধুরা অনেক সালাম প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টেকটিউনস এ আমার প্রথম ব্লগ। ইলেকট্রনিক্স  সার্কিট তৈরী করা কারো হবি কারো হয়তো পেশা তবে সার্কিটের ডায়াগ্রাম দেখে সার্কিট তৈরী করতে কেউ হয়তো পারদশী আবার অনেকেই হয়তো একদম বুঝতেই পারেন না।
কখনো দেখা যায় কোন একটি সার্কিট আপনি তৈরী করলেন কিন্তু দেখা গেল একই সার্কিট বাজারে রেডিমেট অনেক কমদামে বিক্রি হচ্ছে। তাহলেতো মন খারাপ হবারই কথা। কথা গুলো শুনে হয়তো ভাবছেন আমি এধরনের কোন সার্কিট নিয়ে কথা বলবো। না ভাই, আপনাকে আশ্বস্থ করছি আমি যে সার্কিটের কথা বলতে যাচ্ছি সেটা নি:সন্দেহে আপনি বাজারের দামের চাইতে অনেক কমদামে তৈরী করতে পারবেন।
 আজকাল বিভিন্ন বেসরকারী সংস্থার অবদানে আমরা নেহায়েত পল্লী এলাকায় সোলার পৌছাতে দেখছি সেখানে আলো জ্বলছে, ফ্যান ঘুরছে কিংবা কম্পিউটার চলছে। এর সবই হচ্ছে সোলার বা সৌর বিদ্যুতের সাহায্যে।
আমাদের ইউনুস মার্কা এনজিও গুলো সোলার এর কেমন দাম নিচ্ছে সে প্রসংগে নাই বা গেলাম। কিন্তু নগদ টাকায় কিনে নিলে হয়তো এর চাইতে অনেক সাশ্রয়ী দামে কেনা সম্ভব।  
এধরনের একটি সোলার সিষ্টেমে যা যা থাকে :
*প্রয়োজনীয় সংখ্যক সোলার প্যানেল
*সোলার চার্জিং ইউনিট/চাজ কন্ট্রোলার
*প্রয়োজনীয় অ্যাম্পিয়ারের যে কোন ধরনের রিচার্জেবল ব্যাটারী
*প্রয়োজনীয় লোড (বাতি, ফ্যান ইত্যাদি)
আর যদি আপনি বিদ্যুসংযোগ আছে এধরনের যায়গায় ইমার্জেন্সি লাইট জালাতে চান তাহলে অটো সুইচিং এ ব্যবস্থা করতে হবে। আমি আজ আপনাদের সামনে একটি সোলার ড্রাইভেন মিনি ইমার্জেন্সী লাইটের চার্জার ইউনিট (চার্জ কন্ট্রোলার) নিয়ে হাজির হয়েছি

সোলার ৬ভোল্ট, ৪.৫এ্যাম্পিয়ার ব্যাটারী চার্জ কন্ট্রোলার
আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের চার্জার সার্কিট ব্যবহার করে থাকি। যাতে করে কোন অবস্থাতেই ব্যাটারী ওভার চার্জড কিংবা ডিপলি ডিসচার্জ না হয়ে যায়। আর এরকম হলে আমাদের দামী রিচার্জেবল ব্যাটারী আয়ুস্কাল কমে যাবে। আর তাই ব্যাটারী আয়ুস্কাল ঠিক রাখতে একটি মানসম্মত ব্যাটারী চার্জার সার্কিটের কোন বিকল্প নেই।
আমি আজ আপনাদেরকে যে সার্কিট ডায়াগ্রামটি দিতে যাচ্ছি সেটি হয়তো কারো সংগ্রহে থাকতে পারে।
 সার্কিটটিতে ১২ভোল্ট, ৫ওয়াট এর ১টি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে প্যানেলের স্থলে ১২ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করে এসি কারেন্ট থেকে চার্জ করতে পারবেন।
 ব্যাটারী হিসেবে বাজারের বহুল প্রচলিত 6V 4.5Amp এর (SUNCA) ব্যাটারী ব্যবহার করা হয়েছে। বাজারে এধরনের ব্যাটারী ৩২০টাকা থেকে ৩৫০টাকার মধ্যেই পাওয়া যায়।  আর ভালো কোয়ালিটির (জার্মানীর তৈরী) সোলার প্যানেল ১০০টাকা ওয়াট হতে পারে  অর্থাৱ ৫ওয়াটের ১টি প্যানেলের দাম ৫০০টাকার মতো হবে চায়নার তৈরী হলে ৬৫ টাকা থেকে ৮৫/৯০টাকার মধ্যে প্রতি ওয়াটের দাম হবে। চাইনিজ সোলার প্যানেল গুলোর মান ততোটা ভালো নয় এগুলোর কারেন্ট সাপ্লাই কম তাছাড়া কম রোদে চার্জ হতে চায়না। সে তুলনায় জার্মানীর তৈরী  সোলার প্যানেলগুলো ঢের ভালো। এই চার্জার সার্কিটটিতে সয়ংক্রিয় ভোল্টেজ এবং কারেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিদ্যুত সরবরাহের জন্য রয়েছে ১টি ১২ভোল্ট সোলার প্যানেল, ১২ভোল্ট প্যানেল সাহায্যে ৬ভোল্ট ব্যাটারী চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে LM317 ভোল্টেজ রেগুলেটর আইসি। সোলার প্যানেল থেকে প্রয়োজনীয় কারেন্ট D1 ডায়োড এরমধ্য দিয়ে রেগুলেটর আইসির ইনপুট এ আসবে যার আউটপুট কারেন্ট এবং ভোল্টেজ দুটোই নিয়ন্ত্রন করা LM317 এর এডজাষ্টিং পিন দ্বারা। ৬ভোল্টের ব্যাটারী চার্জ করার জন্য  LM317 এর আউটপুট ভোল্টেজ ৯ভোল্টে সীমিত  রাখতে হবে। তাই ভেরিয়েবল রিজিষ্টারটি LM317 এর এডজাষ্টিং পিন এবং গ্রাউন্ড/ নেগেটিভ প্রান্তের মধ্যে সংযোগ দেয়া হয়েছে। ব্যাটারী ডিসচার্জিং রোধ করার জন্য D2 ডায়োডটিব্যবহার করা হয়েছে। D2 এর আউটপুটে চার্জিং কারেন্ট নিয়ন্ত্রনের জন্য ১ওয়াটের ১০০ওহমস মানের  (R3) রেজিষ্টার ব্যবহার করা হয়েছে।
সার্কিটে ব্যবহৃত একমাত্র ট্রানজিষ্টর T1 এবং জেনার ডায়োডটি ZN কাট-অফ সুইচ  হিসেবে ব্যবহার করা হয়েছে। সাধারনত ট্রানজিষ্টরটি বন্ধ থাকবে যাতে করে ব্যাটারী চার্জ হতে থাকবে। যখনই ব্যাটারীর দুই প্রান্তের ভোল্টেজ 6.8Volt এ পৌছে যাবে তখনি ZN জেনার ডায়োডটিট্রানজিষ্টরের বেস এ কারেন্ট সরবরাহ করবে। সাথে সাথে ট্রানজিষ্টরটি রেগুলেটরের আইসির আউটপুটকে গ্রাউন্ডিং করে চার্জিং বন্ধ করে দেবে। তাই কোন ভাবেই ব্যাটারীর ওভারচার্জড হবার সুযোগ নেই।  
আশা করছি সার্কিটটি আপনাদের কাজে লাগবে। শুভকামনা করে আপনাদের গঠনমুলক মন্তব্যের অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।

ডিজিটাল সুযোগ হাতছাড়া করা উচিত হবেকি??? রমজান মাসে আমাদের যা করণীয়…

আসসালামুআলাইকুম ।  আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।  ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা । রমজান মাসের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।  


রহমত, মাগফিরাত এবং নাজাত এর সুসংবাদ নিয়ে আবার এলো পবিত্র মাহে রমজান... আমরা যেন রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারি, সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার মাধ্যমে যেন ৩০ টি রোজাই সুষ্ঠুভাবে রাখতে পারি, এ মাস থেকে শিক্ষা নিয়ে বাকি ১১ মাস যেন ভালোভাবে চলতে পারি সে কামনাই করছি, এ মাসে সকল ভালো কাজে শরিক হয়ে এবং সকল মন্দ কাজ থেকে বিরত থেকে যথাযথভাবে সেহরী, ইফতার, তারাবীহ এবং ৫ ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারি, পাশাপাশি রমজান মাস চলে গেলেও সকল ভালো কাজের ধারা মরণ পর্যন্ত যেন অব্যাহত রাখতে পারি এ প্রত্যাশা সবখানে সবার সবসময়ের জন্য...  
ঢাকা জেলার সেহরী ও ইফতার এর সময় সূচী...



আসুন আমরা রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করি, ৩০টি রোজা রাখতে সচেষ্ট হই, পাশাপাশি কিছু কাজ করার মাধ্যমে নিজেদের মাঝে পরিবর্তন আনার জন্য অঙ্গীকারবদ্ধ হই ।   


আমাদের হাতে একটি ডিজিটাল সুযোগ এসেছে । রমজান মাসে বেশি পুণ্য অর্জনের সুযোগ । এ  সুযোগ হাতছাড়া করবনা  ।  রমজান  শেষ হবার ক্রান্তি লগ্নে এসেও সুবর্ণ সুযোগ কাজে লাগাতে চেষ্টা করব ।  এ মাসেই মহাগ্রণ্থ  আল কুরআন নাজিল হযেছিল  তাই হাজার মাসের চাইতেও মূল্যবান এ মাস  ।  এ মাসে ১টি নফল নামাজ ১টি ফরজ নামাজ এর সমান, আর ১টি ফরজ ৭০টি ফরজ নামাজ এর সমান ।    সুবহানআল্লাহ  ।   এক রাকাত নামাজ ৭০ রাকাত নামাজের সমান,  কেউ যদি ফজর-এ ২ রাকাত, জোহরে ৪ রাকাত, আসরে ৪ রাকাত, মাগরিবে ৩ রাকাত এবং এশার ৪ রাকাত ফরজ নামাজ আদায় করে তবে সে ১ দিনেই ১১৯০ রাকাত শুধু ফরজ নামাজই আদায় করলো আর বাকি নামাজ গুলো যোগ করলে তার পরিমান হবে আরো অনেক বেশি ।  রোজার শুরুতেই আমরা যেন সচেতন হতে পারি, আল্লহর অনুগ্রহ ও পূর্ণ রহমত অর্জন করতে পারি সে প্রচেষ্টা চলমান রাখি ।  জীবনে আরেকবার রমজান আসবে  তার কোনো গেরান্টি নেই,  জীবনের সকল গুনাহ মাপের এটাই সুবর্ণ সুযোগ ।  নামাজ ছাড়াও  কুরআন তিলাওয়াত এর ক্ষেত্রেও একই সুবর্ণ সুযোগ,  এক অক্ষরে যেটি ১০ নেকি ছিল অন্য সময়ে, আর রমজান মাসে সেটি ৭০০ নেকি  ।  এ মাসে কাওকে ১ টাকা দান করলে তার পরিমান ৭০ টাকা, ২ টাকা দান করলে তার পরিমান ১৪০ টাকা, অর্থাত ১ টাকা দানেই ৭০ টাকা দানের পরিমান সোয়াব আমলনামায় যোগ হয়ে যাবে । একইভাবে ২ রাকাত নামাজ পড়লে ১৪০ রাকাত নামাজ পড়া  যাবে ।  সকল ভালো কাজেই ১ এ ৭০, সারামাস এ সুযোগ আছে সচেতন হবার সময় এখনি ।  শুধু তাই নয় সেহরী, ইফতার আর তারাবীহ নামাজের অনাবিল প্রশান্তি আপনার মনকে ১০০% পবিত্র করে দিবে  ।  সুরা তারাবিহ এর চাইতে খতম তারাবিহকে বেশি গুরুত্ব দিন।  পাশাপাশি  মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, যাবতীয় অন্যায় থেকে বিরত থাকা   ছাড়াও  ভালো কাজে সহযোগিতা আর  মন্দ কাজ থেকে   দুরে থাকতে পারলেই  আপনার প্রতিটি রোজা হবে পরিশুদ্ধ  ।  রোজা  আর  দোয়া  কবুলের  ক্ষেত্রে আর  কোনো অন্তরায় থাকবেনা । এ মাসে বেশি বেশি ভালো কাজ করুন যেন এ মাস থেকে শিক্ষা নিয়ে বাকি জীবন ভালোভাবে কাটাতে পারেন  । বিভিন্ন ফোরাম ব্লগ ফেইসবুক এ ভালো কাজের জন্য আহবান করুন, এতে যে সওয়াব পাবেন তাও অন্য সময়ের তুলনায় ৭০ গুন বেশি পাবেন । ইফতার এর আগে দোয়া কবুল হয় তাই এ সুযোগটিও হাতছাড়া করবেননা  । শব-ই-কদর এর রাতের অভাবনীয় সুযোগতো  থাকছেই যে রাতে দোয়া কবুলের ১০০% গেরান্টি  থাকে, আলহামদুলিল্লাহ । জান্নাত লাভের সুবর্ণ সুযোগ আপনাকে হাতছানি দিয়ে যাচ্ছে  ।  এ মাসে সামর্থ্য থাকলে  কেউ ওমরাহ করেও আসতে পারেন  ।  রমজান ছাড়াও মদিনা শরিফ এ ১ রাকাত নামাজ ৫০ হাজার রাকাত নামাজের সমান আর  মক্কা শরিফ এ  ১ রাকাত নামাজ  ১ লক্ষ্ রাকাত নামাজের সমান । আর রমজান মাসে  সেই সওয়াব এর পরিমান যথাক্রমে ৩৫ লক্ষ  এবং ৭০ লক্ষ রাকাত নামাজের সমান  ।  শুধুমাত্র রমজান মাসের জন্যই এ সুযোগ ।  এমন অভাবনীয় ডিজিটাল সুযোগ হাতছাড়া করলে সামনে র কোনো সুযোগ আপনাকে প্রভাবিত করতে পারবেনা । আমরা হয়ত অনেকেই এসব কথা জানি, যারা জানি তারা যেন মানার চেষ্টা করি, আর যারা জানিনা তারা যেন আরো জানার চেষ্টা করি  । ইন...শা...আল্লাহ,  আল্লাহ আমাদের সহায় হবেন ।  

সবাইকে ধন্যবাদ । 

আমাকে খুঁজে পাবেন সবখানে সবসময় ...
আমার ফেসবুক ।    আমার ব্লগ ।    আমার ফেসবুক পেজ ।  আমার স্কাইপি আইডি 

সবার জন্য শুভ কামনা ।

নতুন উড়ন্ত সাইকেল যা আকাশে ৪০০০ ফিট উপর পর্যন্ত উড়তে পারে...........!!!

ParaveloPrototype1
লন্ডন ভিত্তিক XploreAir "Paravelo," নামে একটি সাইকেল তৈরি করেছেন যা একটি উড়ন্ত মেশিন এ রূপান্তরিত হয় । উপরের চিত্র অনুযায়ী,  এটা দেখতে সাইকেল এর মত যার সাথে ট্রেইলার সংযুক্ত যা নমনীয় ডানা এবং এবং একটি biofuel চালিত পাখা আঁকড়ে আছে । ভূমিতে, "Paravelo" ১৫ মাইল ভ্রমণ করতে পারে প্রতি ঘণ্টায় । কিন্তম, খোলা মাঠ থেকে যখন এটি আকাশ এ উড়ে, তখন প্রতি ৩ ঘণ্টায়  সর্বোচ্চ ২৫ মাইল উড়তে পারে ।
ParaveloPrototype2
YouTube ভিডিও

নিজের ছবি দিয়ে নিজেই তৈরি করুন হাই কোয়ালিটির animated ওয়ালপেপার, চরম একটি সফটওয়্যার

বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এখনও ভাল আছি। কয়েকদিন পরেই আবার
হাজির হয়ে গেলাম আপনাদের দরবারে। সাথে মজার একটি সফটওয়ারও উপহার আনলাম আপনাদের জন্য। মোটামুটি আমরা সবাই
পিসিতে ভাল ভাল ওয়ালপেপার ব্যাবহার করে থাকি, আর animated ওয়ালপেপার গুলোর চাহিদাতো চরম আকারের।
ওয়ালপেপার সাধারনত আমরা নেট থেকে download করে ব্যাবহার করে থাকি। এখন যদি নিজের তৈরি করা ওয়ালপেপার ব্যাবহার
করা যায় তাহলে কেমন হয় তাও আবার animated…………..।
হাঁ এবার নিজেই তৈরি করুন হাই কোয়ালিটির animated ওয়ালপেপার, তার জন্য প্রথমে এখানে ক্লিক করে সফটওয়ারটি নামিয়ে নিন।
তারপর সফটওয়ারটি extract করে ইন্সটল করে ফেলুন, এবার desktop থেকে short-cut আইকনে ডাবল ক্লিক করে ওপেন করুন,
তারপর create new project এ ক্লিক করুন, নিচের মত দেখবেন……………………………………………………

(১) কাল দাগ দেওয়া জায়গায় ক্লিক করে আপনি আপনার ফাইল অর্থাৎ আপনার ছবি add করুন।
(২) নিল রঙ দিয়ে মার্ক করা জায়গায় (add animation) ক্লিক করে আপনার পছন্ধের animation এড করুন।
(৩) লাল রঙ দিয়ে দাগ দেওয়া animation নামে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে আপনার এড করা animation গুলোর লিস্ট দেখাবে,
কোন animation যদি আপনার কাছে ভাল না লাগে তাহলে বক্সের ভিতরেই বাম পাশে যে লাল রঙের ক্রস চিহ্নটি আছে সেটাতে ক্লিক করে
animation  টি রিমুভ করে দিতে পারেন।
(৪) animation এড করার পর হলুদ দাগ দিয়ে চিহ্নিত (no effect) জায়াগা থেকে চরম effect গুলো থেকে যে কোন একটি যেটা আপনার পছন্ধ হয়
সেটা সিলেক্ট করে দিন।
(৫) নিচে সবুজ রঙ দিয়ে চিহ্নিত (sound effects) জায়গা থেকে আপনার যে কোন একটি পছন্ধের গান বা সাউন্ড এড করে দিন।
(৬) এবার বেগুনী রঙ দিয়ে চিহ্নিত (create) জায়গায় ক্লিক করুন, নিচের মত দেখবেন…………………… (তার আগে preview দেখে নিতে পারেন)

এবার আপনি build and save a standalone animated wallpaper (.exe) সিলেক্ট করে ok করুন, তারপর যেখানে চান
সেখানে save করে ফেলুন।
আমি আমার নিজের তৈরি করা animated ওয়ালপেপারগুলো আপনাদেরকে দেখাতে পারলে অনেক ভাল হত! কিন্তু আমার দুর্ভাগ্য যে
আপনাদেরকে আমার ওয়ালপেপারের লিঙ্কগুলো দিতে পারছিনা, কারন আমি যে শেয়ারিং সাইট ব্যাবহার করি অর্থাৎ mediafire
upload করতে পারতেছিনা, শুধু বার বার error দেখায়। so আমাকে ক্ষমা করবেন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। এবং পোস্টটি আপনাদের ভাল লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন।