=====================================
জাদুকরের মত এবার আপনিও আপনার হাত দিয়ে ধোঁয়া বের করুন। কি বিশ্বাস হচ্ছে না। তাহলে চলুন, শুরু করি।
===========যা যা লাগবে==========
*** একটি ম্যাচ (দেয়াশলাই) এর মড়ক বা খোল ।
*** একটি কেঁচি।
*** একটি লাইটার।
*** আর একটি কাঁচ বা ধাতুর পাত্র।
+++ প্রথমে ম্যাচের মোড়কের বারুদের অংশ কেটে নেই।
+++ এর পর নখ দিয়ে নিচের মোটা ও বাড়তি কাগজ আলাদা করে ফেলি।
+++ পাতলা বারুদের কাগজ টিকে লম্বা লম্বি ভাবে ইংরেজি (V) আকৃতির ভাজ করি।এতে কাজের সুবিধা হয়।
+++ এবার কাগজ টিকে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেই। (কাগজ টিকে পুরো পুরি জ্বলে ছাই হতে দিন)।
+++ এরপর কাগজের কাল ছাই টুকু সরিয়ে ফেলুন। দেখবেন কফি রং এর পাওডার জমা হয়েছে।
+++ এবার এই পাওডার আপনার আঙুলে লাগিয়ে নিন (আগে এই পাওডার ঠাণ্ডা হতে দিন)।
+++ এখন দুই আঙুল দিয়ে একটু পিসুন। দেখবেন ধিরে ধিরে ধোঁয়া বের হচ্ছে।
এটা মজার কিনা তা আপনিই বুঝতে পারছেন। এই টিউন টা করতে আমার ৩৮ মিনিট সময় লাগলো। প্রথম পোস্ট, কেমন হল? Please একটু জানাবেন।
জাদুকরের মত এবার আপনিও আপনার হাত দিয়ে ধোঁয়া বের করুন। কি বিশ্বাস হচ্ছে না। তাহলে চলুন, শুরু করি।
===========যা যা লাগবে==========
*** একটি ম্যাচ (দেয়াশলাই) এর মড়ক বা খোল ।
*** একটি কেঁচি।
*** একটি লাইটার।
*** আর একটি কাঁচ বা ধাতুর পাত্র।
+++ প্রথমে ম্যাচের মোড়কের বারুদের অংশ কেটে নেই।
+++ এর পর নখ দিয়ে নিচের মোটা ও বাড়তি কাগজ আলাদা করে ফেলি।
+++ পাতলা বারুদের কাগজ টিকে লম্বা লম্বি ভাবে ইংরেজি (V) আকৃতির ভাজ করি।এতে কাজের সুবিধা হয়।
+++ এবার কাগজ টিকে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেই। (কাগজ টিকে পুরো পুরি জ্বলে ছাই হতে দিন)।
+++ এরপর কাগজের কাল ছাই টুকু সরিয়ে ফেলুন। দেখবেন কফি রং এর পাওডার জমা হয়েছে।
+++ এবার এই পাওডার আপনার আঙুলে লাগিয়ে নিন (আগে এই পাওডার ঠাণ্ডা হতে দিন)।
+++ এখন দুই আঙুল দিয়ে একটু পিসুন। দেখবেন ধিরে ধিরে ধোঁয়া বের হচ্ছে।
এটা মজার কিনা তা আপনিই বুঝতে পারছেন। এই টিউন টা করতে আমার ৩৮ মিনিট সময় লাগলো। প্রথম পোস্ট, কেমন হল? Please একটু জানাবেন।
1 মন্তব্য(গুলি):
onek valo laglo
একটি মন্তব্য পোস্ট করুন