বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

নিয়ে নিন প্রাথমিক চিকিৎসার একটি Android অ্যাপ

Hello, সবাই আছেন কেমন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাথমিক চিকিৎসা দেয়ার
একটি মেডিকেল অ্যাপ। া অ্যাপ টি জনপ্রিয় os Android এর জন্য প্রযোজ্য। আমরা অনেকেই
প্রাথমিক চিকিৎসা জানি না। এর ফলে অনেক সময় নানা রকম বিপদ ঘটতে পারে। এমনকি প্রাণহানিও
ঘটতে পারে। কিন্তু এই অ্যাপ টা আপনার সঙ্গে থাকলে চিন্তার কিছু নেই। আপনি এই অ্যাপ টি থেকে
নানা সমস্যার প্রাথমিক চিকিৎসা শিখতে পারবেন। এটি একটি বাস্তব স্মার্ট অ্যাপ।
পূর্বে প্রকাশিত হয়ে থাকলে দুঃখিত। বাজে মন্তব্য গ্রহণযোগ্য নয়।

রবি ফ্রী নেট(পিসি এবং মোবাইল)দিয়ে সকল অনলাইন সফটওয়্যার ফ্রী চালান এবং সকল সমস্যার সমাধান নিন

বিসমিল্লাহহিররাহ মানির রাহীম।
আপনারা অনেকেই রবিতে ফ্রী নেট চালাচ্ছেন। এই পোষ্টটা তাদের জন্য যারা এখনও চালাতে পারেন নাই।শুধু নিচের ধাপগুলো অনুসরণ করুন।
যা যা লাগবে:
শুধু একটি রবি সিম অবশ্যই 0 ব্যালেন্স হতে হবে (মেয়াদ ছাড়া  হলেও হবে),টাকা থাকলে কাটবে।
যা যা করতে হবে:
সিমটিকে জিপি মডেম এ লাগিযে GP INTERNET SETTING
দিয়ে connect করুন।আর কিছুই করতে হবে না।আপনার পিসি
ফ্রী নেট এর জন্য প্রস্তুত।
ROBI SETTING দিয়েও কাজ হবে তবে SPEED কম পাবেন।
যাদের DISCONNECT হয় তারা RECONNECT SOFTWARE USE করুন।
মোবাইল এ ব্যাবহার করার জন্যও GP INTERNET SETTING ব্যাবহার করুন।
এই পদ্ধতিতে সকল অনলাইন সফটওয়্যার ও ফ্রী চলবে।
কেউ বুঝতে না পারলে কমেন্ট ‍করুন।
এটা আমার প্রথম টিউন,তাই আশা করি কমেন্ট এর মাধ্যমে অনুপ্রানিত করবেন ।

রেড টেলিফোন?? অনেকেরই হয়তো জানা নেই এই বিশেষ ফোনের মাহাত্ম :P চলুন জেনে আসি ।।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি ব্যাপক চিন্তাময় :p  একটি দিন পার করলো বাংলার আপামর জনসাধারণ।
হ্যাঁ,বিষয়টি রেড টেলিফোন নিয়েই! কেউ কেউ এই নিয়ে তীব্র মনঃক্ষুন্ন এই বলে যে এতো রঙের টেলিফোন থাকতে সারাদিন লাল রঙের একটা টেলিফোন নিয়া এত্ত নাড়াচাড়া করার কি দরকার!!  ফেসবুকে অনেক বিশেষভাবে জ্ঞানী লোকের পোস্ট দেখে মাথার নিউরন গুলো যখন উলটাপালটা হয়ে যাইতেছিলো,তখনি লিখতে বসলাম এই প্রবন্ধখানি ।
জেনে নিন এই সম্বন্ধে বিশেষ কিছু কথা আর মাথার ঝুলিতে যোগ করুন বিশেষ কিছু প্রয়োজনীয় জ্ঞান। পড়তে হয়তো ভালো লাগবে না,তারপরও পড়ুন কারন এই দুই দিন ইন্টারনেট এ যথেষ্ট ঘাটাঘাটি করে এর তথ্য সংগ্রহ করা হয়েছে আপনার উপকারের জন্যই।
চলুন জেনে আসি এর সংক্ষিপ্ত ইতিহাস ____________   একদম নিচে পাবেন এর বিশেষ বৈশিষ্টাবলী।___
◘  লাল টেলিফোন  বা লাল ফোন কি ছিল?
লাল টেলিফোন, মস্কো-ওয়াশিংটন এর মধ্যকার হট লাইন নামে পরিচিত , হঠাৎ করে আরোপিত যুদ্ধাবস্থা, রাজনৈতিক উত্তেজনা হ্রাস ও ইউনাইটেড নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ প্রদান করে আপতিক পারমানবিক যুদ্ধের প্রতিরোধ করার জন্য ডিজাইন করা একটি "আস্থা বিল্ডিং পরিমাপ" এবং একটি  যোগাযোগ ব্যবস্থা যাতে  রাশিয়ার ক্রেমলিনের সঙ্গে (জাতীয় সামরিক কমান্ড সেন্টার এর মাধ্যমে) মার্কিন যুক্তরাষ্টের হোয়াইট হাউস সংযোগ করে ।
◘ কখন এবং কেন এটা প্রতিষ্ঠিত হয়?
সোভিয়েত ইউনিয়ন নেতাদের দ্বারা প্রথম 1954 সালে আপতিক যুদ্ধ প্রতিরোধ সুরক্ষা প্রস্তাব, 1958 সালে, জেনেভা, সুইজারল্যান্ড এর মধ্যে আশ্চর্য আক্রমণ, নেভিগেশন বিশেষজ্ঞদের একটি সম্মেলনে অংশ নিতে মার্কিন থেকে একটি আমন্ত্রণ গ্রহণ,,এসবের মধ্য দিয়ে এই টেলিফোনের প্রয়োজনিয়তা অনুভব হয় যাতে করে সমস্ত বিষয় গোপন থাকে।  গবেষণা একটি সুরক্ষিত সিস্টেমের প্রযুক্তিগত দিক উভয় প্রান্ত দিয়ে শুরু হয়।
এক বছর পরে, কিউবান মিসাইল সংকট, কিউবা সোভিয়েত মিসাইল উপস্থিতি উপর একটি  পারমানবিক যুদ্ধের আশঙ্কা  ও পথ সঙ্কটের সময় একে অপরের সঙ্গে যোগাযোগ করা দুই পারমাণবিক superpowers এর জন্য আতঙ্কজনক হয় ।
পরবর্তিতে USSR উভয় পরিস্থিতিতে একটি আধুনিক, দক্ষ যোগাযোগ ব্যবস্থার সঙ্গে দ্রুত মীমাংসা করা হয়ে থাকতে পারে বুঝতে পেরে. জুন 20, 1963 সালে  উভয় দেশ থেকে spokesmen জেনেভায় "সরাসরি যোগাযোগ লাইন স্থাপন সংক্রান্ত  খোলাসা" স্বাক্ষর করেন । এবং এর মাধ্যমেই রেড টেলিফোন এর উৎপত্তি । নিচে তাকান>>

হ্যাঁ,এটিই বিশ্বের প্রথম রেড ফোন।
◘ সুতরাং এটি কিভাবে কাজ করে?
অভিন্ন teletype টার্মিনাল যোগাযোগ বিশেষজ্ঞ এবং অনুবাদকের দল ওয়াশিংটন এবং মস্কোতে এটি  সেট আপ করেন, সোভিয়েত এর  লাল ফোন শহরটির মস্কো টার্মিনালের  অধীন একটি কক্ষে স্থাপন করা হয়, এবং ওয়াশিংটন টার্মিনাল জাতীয় সামরিক কমান্ড সেন্টার পঞ্চভূজ এর  মধ্যে স্থাপন করা হয়েছিল ।
1971 সালে, সিস্টেম আপগ্রেড হয়. একটি ফোন লাইন বসানো হয় এবং দ্বিতীয় টেলিগ্রাফ লাইন বাদ দিয়ে দেওয়া হয়েছিল। প্রধান টেলিগ্রাফ লাইন তারপর দুই মার্কিন ইন্টেলস্যাট উপগ্রহ এবং দুই সোভিয়েত মোলনিয়া দ্বিতীয় উপগ্রহ দ্বারা গঠিত দুটি উপগ্রহ যোগাযোগ লাইন দ্বারা complemented হয় ।
হট লাইন আমেরিকান প্রান্তে ব্যবহার করা হলে, রাষ্ট্রপতি থেকে একটি বার্তা হোয়াইট হাউস থেকে কোডেড ফোন এ  কমান্ড সেন্টারে পাঠানো হয়, কেন্দ্রে হোয়াইট হাউস  এর ভারপ্রাপ্ত কর্মকর্তা যাচাই করেন এবং তারপর  সিরিলিক অক্ষর ব্যবহার করে রাশিয়ায় Call টি  প্রেরিত হয় ।
◘ এটা কখনও ব্যবহার করা হয়েছে?
মস্কো তে  ছয় দিনের যুদ্ধের সময়, 5 জুন, 1967 খুব প্রথমবারের জন্য এই সিস্টেম ব্যবহার করা হয় ।
মিডিল ইস্ট সংঘর্ষের সময় দুই বছর পরে আবার 1971 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ এবং রিচার্ড নিক্সন , জিমি কার্টার এবং রোনাল্ড রেগান   FLEX হট লাইন ব্যবহার করেন ।
*** ◘◘◘◘◘বাংলাদেশের  রেড টেলিফোন◘◘◘◘◘***
আপাত দৃষ্টিতে বুঝা যাচ্ছে, বাংলাদেশের সরকার প্রধান এবং প্রধান বিরোধী দলের নেতার মধ্যে জরুরী পরিস্থিতিতে সরাসরি সংযোগ স্থাপনের জন্য সরাসরি টেলিপাথ ওয়ে হিসেবে রেড টেলিফোন স্থাপন করা হয়েছে।
এই টেলিফোন এর বিশেষ মাহাত্ম হলো,এর মাধ্যমে কথা বললে, টেলিফোনে আড়িপাতা বিষয়টি অগ্রাহ্য করা যাবে তার মানে এই ফোনের মাধ্যমে কথোপকথনের বিষয়টি কেউ জানতে পারবে না বা আড়ি পাতা যাবে না। এটি বিশেষ ভাবে  তৈরী করা একটি টেলিফোন  যার মাধ্যমে বিশেষভাবে তৈরী করা সিগন্যাল অপর টেলিফোন প্রান্তে শ্রোতার কাছে পৌঁছায়।  যার ফলে কথা থাকে সম্পূর্ণ সুরক্ষিত এবং গোপন।
+++===+++ কোন ভুল থাকলে জানাবেন দয়া করে ।
আমার ইমেইল :  aajubair@facebook.com.
অথবা জানাতে পারেন ফেসবুকে : http://facebook.com/aajubair
ধন্যবাদ :)

opera দিয়ে এন্ড্রয়েড ফোনে আবারো gp তে ফ্রি নেট চালান(যারা যানে না শুধু মাত্র তাদের জন্য। কেউ ফুটানি দেখাতে আসবেন না)


সবাইকে সালাম দিয়ে শুকরছি।
এখন কাজের কথায় আসি। প্রথমে আপনার ফোনে সেটিং করে নিন। ঠিক আগের মত।
অথবা এইটা ফলো করুন
Name:free
apn:gpmms
proxy:10.128.001.002
port:8080
সেটিং করা শেষ এখন যে কোনো হ্যন্ডেলার অপেরা ইনষ্টল দিন। যদি হ্যন্ডেলার অপেরা না থাকে তাহলে এই লিংক https://db.tt/L9AX4vDB থেকে ডাউনলোড করে নিন। এর পর যদি কোড চায় তাহলে http://www.nextwap.net এই কোড দিয়ে আনলক করুন। http বাদ দিয়ে ট্রাই করুন আনলক হবে।
আনলক করার পর হ্যন্ডেলার মেনুতে যান এবং
proxy tipe:http দিয়ে
proxy server:freenet @141.000.11.253
freenet এর পর একটা স্পেস দিতে হবে।
ব্যাস কাজ শেষ। আবারো বাশ দিন জিপিকে।
ফেসবুকে আমি http://fb.com/alsadik.saim

1.দূদার্ন্ত কিছু অ্যাডভেঞ্চার,ভৌতিক,রহস্য,রোমহষর্ক গল্প ডাউনলোড করে নিন .MP3 ফরম্যাট-এ আর শুনুন আনন্দ সহকারে Sunday suspense

1.দূদার্ন্ত কিছু অ্যাডভেঞ্চার,ভৌতিক,রহস্য,রোমহষর্ক গল্প ডাউনলোড করে নিন .MP3 ফরম্যাট-এ আর শুনুন আনন্দ সহকারে Sunday suspense (ধারাবাহিক টিউন-1)
নমস্কার
আমার টিউন পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এটি আমার প্রথম টিউন। আশাকরি আপনাদের আমি দূদার্ন্ত কিছু টিউন উপহার দিতে পারব।
আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দূদার্ন্ত কিছু অ্যাডভেঞ্চার,ভৌতিক,রহস্য,রোমহষর্ক গল্প তাও আবার .MP3 ফরম্যাট-এ। গল্পগুলি আপনাদেরকে কষ্ট করে পড়তে হবেনা শুধু শুনবেন গল্প গুলিতে প্রত্যেক চরিত্রের জন্য আলাদা আলাদা কণ্ঠ দেওয়া আছে এবং আছে কিছু স্পেশাল এফেক্ট যারজন্য গল্প গুলি হয়ে উঠেছে আর সুন্দর ও আকর্শণীয়।  আশাকরি গল্প গুলি আপনাদের খুব ভাল লাগবে।

আজকে আপনাদেরকে আমি একটি ভৌতিক গল্প উপহার দেব।আজকের গল্পের নাম-অকৃতজ্ঞ
গল্পের লেখক-অচিন্তকুমার সেনগুপ্ত
গল্পের মধ্যে আপনি পাবেন লেখকের পরিচয়। গল্পের প্রকাশন কাল,ইত্যাদি।
তবে আর দেরি না করে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন আর আনন্দের সঙ্গে শুনতে থাকুন আজকের গল্প।
কোন ভুল হলে মাজর্না করবেন। গল্প ভাল লাগলে কমেন্ট করে টিউন চালিয়ে যাওয়ার উৎসাহ দেবেন.

download here click below

file size 30 MB

Google play থেকে apk ফাইল Download করুন সরাসরি আপনার কম্পিউটারে। কোন software বা extension এর সাহায্য ছাড়া।

কেমন আছেন সবাই?? আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন।
আমরা সকলে জানি Android এর Application এর জগতে google play থেকে শ্রেষ্ঠ কোন market নাই। কিন্তু google play এর সবচে বিরক্তিকর বেপার হচ্ছে এখান থেকে application গুলো শুধু মোবাইল এ download করা যায়। computer এ ডাউনলোড করা যায় না।
কিন্তু বর্তমানে বিভিন্ন software বা  extension দ্বারা application computer এ ডাউনলোড করা গেলেও টা অনেক ঝামেলা যুক্ত। E-Mail id, Device id ইত্যাদি লাগে। অনেক কাঠ খট্টা পুড়িয়েও দেখা যায় Application ডাউনলোড হয় না। ডাউনলোড হলেও ঠিক মত কাজ করে না।।
তাই আমি আজ আপনাদেরকে পরিচয় করে দিব একটা ওয়েবসাইট এর সাথে যেখান থেকে আপনি apk ফাইল সরাসরি ডাউনলোড করতে পারবেন।
প্রথমে এই লিঙ্কে যান।

তাহলে উপরের ছবি এর মত একটা পেজ পাবেন।

এখন google play তে যান। কোন E-mail id দিয়ে login করা না থাকলেও চলবে।
আপনার পছন্দ মত যে  Application টা ডাউনলোড করতে চান সেখানে ঢুকুন।
এখন Full Address link  টা copy করুন।


এখন এই পেজ এর যেখানে  Package name or Google Play URL  লিখা আছে তার নিচের বক্সে Full Address link টা  Paste করুন।


তারপর Generate Download Link এ ক্লিক করুন।

কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, করুন।

লিঙ্ক Generate হয়ে গেলে নিচের ছবি এর মত আসবে।

তারপর Click here to download  এর উপর ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত Application টি ডাউনলোড শুরু হয়ে যাবে।

Tune টি পড়ার জন্য ধন্যবাদ।