শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

যাদের মোবাইলে টাকা থাকে না, টাকা ছাড়া কথা বলবেন তাদের জন্য

যাদের মোবাইলে টাকা থাকে না, টাকা ছাড়া কথা বলবেন তাদের জন্য, এই সার্কিটটি খুবেই প্রয়োজন, অনেকেই দোকান থেকে গুডাউনে বার বার কথা বলতে হয় । এবং কাছা কাছি বাসা থাকলে বার বার কথা বলতে হয় ।
সার্কিটটি পাঁচ তালা উপর থেকে নিচ তালায় অনায়াসে কথা বলা যায়।
নিজে বাসায় বসে সার্কিটটি তৈয়ার করে নিন, আর বিনা পয়সায় কথা বলুন সারা দিন।
-
-
-
এখানে যে সার্কিটটি দেয়া হয়েছে,সার্কিটটিতে দুইটি ট্রানজেষ্টর Q1 C183 এবং Q2 BF199, MIC লিখা হল কার্বন মাক্র ফোন । S/W কে সুইচ বুঝানো হয়েছে। কয়েলেটির পার্শে পেচের সংখ্য ও তারের গেজ নাম্বার দেয়া আছে। ট্রিমারটি গুরিয়ে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যায় । রিসিবার হিসাবে FM রেডিও অল্প দামে বাজারে কিনতে পাউয়া যায় । সার্কিটিতে যেভাবে দেখানো হেয়েছে পার্স গলি নিয়ে টিক সেই ভাবে কানেকশন করুন।
লংরেন্জ ট্রান্সমিটর লে আউট ,ভাল করে মুখস্ত করুন কাজে লগবে কিন্তু।
এখানে যে সার্কিটটি দেয়া হয়েছে,তা ব্যবহারে কোন প্রশাসনিক বাধা নেই। এই সর্কিটটি রেন্জ মোটামুটি খুব একটা বেশী না ।
যে সব বন্ধুরা আমার দেয়া টিউনস গুলি নিয়মিত দেখেন, তাদের জন্য সুসংবাদ আমি পালাক্রমে লং রেন্জের ট্রান্সমিটর দিব, যে ট্রান্সমিটর টি অনায়াসে তিন ,থেকে চার কিলো মিটর দূরে কথা বলা যায় । বন্ধুরা সমস্য হল একটুক, যদি লং রেন্জে কোন ট্রন্সমিটর সব সময় ব্যবহার করেন তাহলে প্রশাসনের অনোমতি নিতে হবে। না হয় আইনগত ভাবে সমস্যয় পরবেন।
লং রেন্জের যে সার্কিটটির কথা বললাম,সার্কিটটির লে আউটটি আজকে দেব । লে আউটটি দেখে ভাল করে মুখস্ত করবেন। আশাকরি পরবর্তীতে আপনার জন্য সহজ হবে।
সার্কিটটি এখান থেকে ডাউনলোড করুন
আজকের মত বিদায় নিলাম =মোঃ সেন্টু খান