শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

ডিজিটাল সুযোগ হাতছাড়া করা উচিত হবেকি??? রমজান মাসে আমাদের যা করণীয়…

আসসালামুআলাইকুম ।  আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।  ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা । রমজান মাসের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।  


রহমত, মাগফিরাত এবং নাজাত এর সুসংবাদ নিয়ে আবার এলো পবিত্র মাহে রমজান... আমরা যেন রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারি, সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার মাধ্যমে যেন ৩০ টি রোজাই সুষ্ঠুভাবে রাখতে পারি, এ মাস থেকে শিক্ষা নিয়ে বাকি ১১ মাস যেন ভালোভাবে চলতে পারি সে কামনাই করছি, এ মাসে সকল ভালো কাজে শরিক হয়ে এবং সকল মন্দ কাজ থেকে বিরত থেকে যথাযথভাবে সেহরী, ইফতার, তারাবীহ এবং ৫ ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারি, পাশাপাশি রমজান মাস চলে গেলেও সকল ভালো কাজের ধারা মরণ পর্যন্ত যেন অব্যাহত রাখতে পারি এ প্রত্যাশা সবখানে সবার সবসময়ের জন্য...  
ঢাকা জেলার সেহরী ও ইফতার এর সময় সূচী...



আসুন আমরা রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করি, ৩০টি রোজা রাখতে সচেষ্ট হই, পাশাপাশি কিছু কাজ করার মাধ্যমে নিজেদের মাঝে পরিবর্তন আনার জন্য অঙ্গীকারবদ্ধ হই ।   


আমাদের হাতে একটি ডিজিটাল সুযোগ এসেছে । রমজান মাসে বেশি পুণ্য অর্জনের সুযোগ । এ  সুযোগ হাতছাড়া করবনা  ।  রমজান  শেষ হবার ক্রান্তি লগ্নে এসেও সুবর্ণ সুযোগ কাজে লাগাতে চেষ্টা করব ।  এ মাসেই মহাগ্রণ্থ  আল কুরআন নাজিল হযেছিল  তাই হাজার মাসের চাইতেও মূল্যবান এ মাস  ।  এ মাসে ১টি নফল নামাজ ১টি ফরজ নামাজ এর সমান, আর ১টি ফরজ ৭০টি ফরজ নামাজ এর সমান ।    সুবহানআল্লাহ  ।   এক রাকাত নামাজ ৭০ রাকাত নামাজের সমান,  কেউ যদি ফজর-এ ২ রাকাত, জোহরে ৪ রাকাত, আসরে ৪ রাকাত, মাগরিবে ৩ রাকাত এবং এশার ৪ রাকাত ফরজ নামাজ আদায় করে তবে সে ১ দিনেই ১১৯০ রাকাত শুধু ফরজ নামাজই আদায় করলো আর বাকি নামাজ গুলো যোগ করলে তার পরিমান হবে আরো অনেক বেশি ।  রোজার শুরুতেই আমরা যেন সচেতন হতে পারি, আল্লহর অনুগ্রহ ও পূর্ণ রহমত অর্জন করতে পারি সে প্রচেষ্টা চলমান রাখি ।  জীবনে আরেকবার রমজান আসবে  তার কোনো গেরান্টি নেই,  জীবনের সকল গুনাহ মাপের এটাই সুবর্ণ সুযোগ ।  নামাজ ছাড়াও  কুরআন তিলাওয়াত এর ক্ষেত্রেও একই সুবর্ণ সুযোগ,  এক অক্ষরে যেটি ১০ নেকি ছিল অন্য সময়ে, আর রমজান মাসে সেটি ৭০০ নেকি  ।  এ মাসে কাওকে ১ টাকা দান করলে তার পরিমান ৭০ টাকা, ২ টাকা দান করলে তার পরিমান ১৪০ টাকা, অর্থাত ১ টাকা দানেই ৭০ টাকা দানের পরিমান সোয়াব আমলনামায় যোগ হয়ে যাবে । একইভাবে ২ রাকাত নামাজ পড়লে ১৪০ রাকাত নামাজ পড়া  যাবে ।  সকল ভালো কাজেই ১ এ ৭০, সারামাস এ সুযোগ আছে সচেতন হবার সময় এখনি ।  শুধু তাই নয় সেহরী, ইফতার আর তারাবীহ নামাজের অনাবিল প্রশান্তি আপনার মনকে ১০০% পবিত্র করে দিবে  ।  সুরা তারাবিহ এর চাইতে খতম তারাবিহকে বেশি গুরুত্ব দিন।  পাশাপাশি  মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, যাবতীয় অন্যায় থেকে বিরত থাকা   ছাড়াও  ভালো কাজে সহযোগিতা আর  মন্দ কাজ থেকে   দুরে থাকতে পারলেই  আপনার প্রতিটি রোজা হবে পরিশুদ্ধ  ।  রোজা  আর  দোয়া  কবুলের  ক্ষেত্রে আর  কোনো অন্তরায় থাকবেনা । এ মাসে বেশি বেশি ভালো কাজ করুন যেন এ মাস থেকে শিক্ষা নিয়ে বাকি জীবন ভালোভাবে কাটাতে পারেন  । বিভিন্ন ফোরাম ব্লগ ফেইসবুক এ ভালো কাজের জন্য আহবান করুন, এতে যে সওয়াব পাবেন তাও অন্য সময়ের তুলনায় ৭০ গুন বেশি পাবেন । ইফতার এর আগে দোয়া কবুল হয় তাই এ সুযোগটিও হাতছাড়া করবেননা  । শব-ই-কদর এর রাতের অভাবনীয় সুযোগতো  থাকছেই যে রাতে দোয়া কবুলের ১০০% গেরান্টি  থাকে, আলহামদুলিল্লাহ । জান্নাত লাভের সুবর্ণ সুযোগ আপনাকে হাতছানি দিয়ে যাচ্ছে  ।  এ মাসে সামর্থ্য থাকলে  কেউ ওমরাহ করেও আসতে পারেন  ।  রমজান ছাড়াও মদিনা শরিফ এ ১ রাকাত নামাজ ৫০ হাজার রাকাত নামাজের সমান আর  মক্কা শরিফ এ  ১ রাকাত নামাজ  ১ লক্ষ্ রাকাত নামাজের সমান । আর রমজান মাসে  সেই সওয়াব এর পরিমান যথাক্রমে ৩৫ লক্ষ  এবং ৭০ লক্ষ রাকাত নামাজের সমান  ।  শুধুমাত্র রমজান মাসের জন্যই এ সুযোগ ।  এমন অভাবনীয় ডিজিটাল সুযোগ হাতছাড়া করলে সামনে র কোনো সুযোগ আপনাকে প্রভাবিত করতে পারবেনা । আমরা হয়ত অনেকেই এসব কথা জানি, যারা জানি তারা যেন মানার চেষ্টা করি, আর যারা জানিনা তারা যেন আরো জানার চেষ্টা করি  । ইন...শা...আল্লাহ,  আল্লাহ আমাদের সহায় হবেন ।  

সবাইকে ধন্যবাদ । 

আমাকে খুঁজে পাবেন সবখানে সবসময় ...
আমার ফেসবুক ।    আমার ব্লগ ।    আমার ফেসবুক পেজ ।  আমার স্কাইপি আইডি 

সবার জন্য শুভ কামনা ।