সোমবার, ১০ জুন, ২০১৩

জলপরীদের কানাকানি।



সমুদ্র ডাকে একা একা, ঢেউ দিয়ে যায় হাতছানি
ফেনায় ফেনায় ভেসে আসে জলপরীদের কানাকানি
তুমিও কি ভেসে যেতে চাও দোলায় দোলায় বহুদূর
শুনো তবে সাগরে গান, শুনো আরেকটি সুর
সৈকতে ভেঙে পড়ে ঢেউ, বালিতে লুটিয়ে পড়ে জল
কার আহবানে ছুটে আসে সীমাহীন গভীর অতল
তুমিও কি অতলবিলাসী, চাও গভীরের ভরাডুবী
তাই বুঝি এলে সৈকতে এই নির্জনে চুপিচুপি
আকাশও ডুবেছে এই জলে, মেঘ-রোদ-ঢেউ একাকার
স্রোতের নিচেই ভেসে চলে আবছায়া শরীর তোমার
ভেসে যাও, ভেসে যাও শুধু অতলের ডাক শুনে শুনে
আমি আছি সৈকতে একা, বেসামাল ঢেউ গুনে গুনে
ঢেউ তুমি ভালোবাসো জানি, নিজেই হয়তো তুমি ঢেউ
তুমি নিষেধের কালাপানি, তোমাতেই ডুবে কেউ কেউ
ডুবে যাবে সাতটি সাগর তোমার গহনে আজ রাতে
একটি রাতের কতটুকু দেবে তুমি আমার দুহাতে
রাত্রিও কেঁপে কেঁপে উঠে ঢেউএর দোলায় দুলে দুলে
সমুদ্র মুখ দেখে একা অন্ধকারের এলোচুলে