মোবাইল নাম্বার পরিবর্তন না করেই গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে যেতে পারবেন মাত্র ৫০ টাকায় ।
অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে। বিশ্বের বেশ কয়েকটি দেশের মতো মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি)
বা মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, এয়ারটেল ও টেলিটক ইচ্ছামত
পরিবর্তন করার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের গ্রাহকরা। এর জন্য গ্রাহকদের দিতে হবে মাত্র ৫০ টাকা।
বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকার পর গতকাল বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের
এমএনপি সুবিধা বাস্তবায়ন করতে নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়েছে, এমএনপি সুবিধা দিতে অপারেটররা গ্রাহকদের কাছ থেকে ৫০ টাকার বেশি নিতে পারবে না।
আর আগামী সাত মাসের মধ্যেই গ্রাহকদের এমএনপি সুবিধা দিতে হবে। এ নির্দেশনা জারি বা আজ থেকে তিন
মাসের মধ্যে অপারেটরদের এমএনপি সেবা শুরুর লক্ষ্যে একটি কনসোর্টিয়াম গঠন করতে হবে।
বিটিআরসির একজন কমিশনার এই কনসোর্টিয়ামের বোর্ড মেম্বার থাকবেন।
কনসোর্টিয়ামই এ সেবা চালুর সব ধরনের ব্যয় বহন করবে। কনসোর্টিয়াম গঠনের তিন মাসের মধ্যে অপারেটরদের
এমএনপি স্থাপন করতে হবে এবং এর এক মাস পর পরীক্ষামূলকভাবে অপারেটরদের এ সেবা শুরু করতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন